

লাহোর কালান্দার্সের ফাস্ট বোলার হারিস রউফ ডান পায়ের ইনজুরিতে ছিটকে গেছেন পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) চলমান আসরের কয়েকটি ম্যাচ থেকে। হারিস রউফের স্থানে লাহোর কালান্দার্স শিবিরে যুক্ত হয়েছেন সালমান ইরশাদ।
Injured Haris Rauf to be replaced by Salman Irshad. More ???? https://t.co/5RkuV7Qz75 #HBLPSLV pic.twitter.com/CyULLANlgl
— PakistanSuperLeague (@thePSLt20) February 28, 2020
পিএসএল ২০২০ এ লাহোর কালান্দার্সের পরবর্তী ২ থেকে ৩ টি ম্যাচ খেলতে পারবেন না বিগ ব্যাশ মাতানো হারিস রউফ। হারিস রউফের জায়গায় সালমান ইরশাদের অন্তর্ভূক্তিকে গ্রহণযোগ্যতা দিয়েছে পিএসএলের টেকনিক্যাল কমিটি। এই কমিটিতে আছেন পিসিবির সিইও ওয়াসিম খান, বাজিদ খান, সামির খোসা ও ডক্টর সোহেল সালিম।
গত রবিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোট পান হারিস রউফ। তাকে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বিগ ব্যাশ মাতিয়ে হারিস রউফ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পথচলা শুরু করেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।
২০১৮ সালের পিএসএলে সালমান ইরশাদ লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন ৩ টি ম্যাচে। এবারে তিনি ছিলেন পাকিস্তানের লোকাল প্লেয়ারদের সিলভার ক্যাটাগরিতে।