যখন, যেখানে, যত দামে পাবেন বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের টিকিট

বাংলাদেশ জিম্বাবুয়ে
Vinkmag ad

আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ওয়ানডে সিরিজের টিকিটের তথ্য প্রকাশ করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে এই ৩ ওয়ানডে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে বেলা ১ টায়, শেষ ম্যাচটি শুরু হবে বেলা ২ টায়।

ওয়ানডে সিরিজের জন্য গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৩০০ টাকা। ইস্টার্ন গ্যালারি এর টিকিটের মূল্য ১৫০ টাকা। গ্রিন হিল এরিয়ার টিকিটের মূল্য ১০০ টাকা করে। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্যও রাখা হয়েছে ১০০ টাকা।

No photo description available.

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজের টাইটেল স্পন্সর হিসাবে আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। পাওয়ার্ড বাই পার্টনার হিসাবে আছে ওয়ালটন। এই সিরিজে টাইগারদের স্পন্সর হিসাবে আছে আকাশ ডিটিএইচ।

৯৭ প্রতিবেদক

Read Previous

রাকিবুল-জয়ের ঠিকানা ওল্ড ডিওএইচএস

Read Next

আঁতুড় ঘরে সংবর্ধিত হয়ে যা বললেন আকবর আলিরা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
19
Share