

আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। ৩, ৪ ও ৫ মার্চ দলবদলের তারিখ নির্ধারন করা হলেও উন্মুক্ত চুক্তিতে ফিরে আসায় ভেতরে ভেতরে দল গুছাতে শুরু করেছে ক্লাবগুলো। যুব বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররা এবার বাড়তি নজরে থাকবেন আগেই আঁচ করা গিয়েছিল, হচ্ছেও তাই। দলবদলের আগেই যুব দলের বেশিরভাগ ক্রিকেটারের সাথে কথা বার্তা পাকা করে ফেলেছে ক্লাবগুলো।
২০১৪ সালের পর আবারও প্রিমিয়ার লিগে উন্নতি হওয়া ওল্ড ডিওএইচএসের হয়ে যুবদলের ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও বাঁহাতি অর্থোডক্স রাকিবুলের খেলা অনেকটা নিশ্চিত। ক্লাবটির সূত্র জানায় তাদের দলে বর্তমান জাতীয় দলের কোন তারকা থাকার সম্ভাবনাও ক্ষীণ।
গতবছরই প্রিমিয়ার লিগ অভিষেক হয় রাকিবুল-জয়দের। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপির) হয়ে খেলেন ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। অন্যদিকে বাঁহাতি স্পিনার রাকিবুল খেলেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে।
এদিকে ওয়ানডে দলে ডাক পাওয়া তরুণ বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখের এবারের ঠিকানা হতে যাচ্ছে আবাহনী। গত মৌসুমে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে খেলেন নাইম, করেছেন টুর্নামেন্ট দ্বিতীয় সর্বোচ্চ ৮০৭ রান।
উল্লেখ্য ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতেই প্রিমিয়ার লিগে দুই আসর পর ‘প্লেয়ার বাই চয়েজ’ এর পরিবর্তে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভীড়ানোর সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। এতে আর্থিকভাবে লাভবান হবে তারকা ক্রিকেটাররা, বড় অঙ্কের পারিশ্রমিকে দলগুলোর সাথে যুক্ত হচ্ছেন তারা। ইতোমধ্যে বেশিরভাগ তারকাদের ঠিকানা হয়ে গেছে চূড়ান্তও।