

ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। দীর্ঘসময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার থিসারা পেরেরা, পেসার নুয়ান প্রদীপ। ১৪ জনের দলের নেতৃত্বভার লাসিথ মালিঙ্গার কাঁধে।
পেরেরা, প্রদীপ ছাড়াও দলে ডাক পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার শিহান জয়সুরিয়া।
দেশের জার্সিতে ৭৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলা থিসারা পেরেরা সর্বশেষ এই ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলেন গত বছরের মার্চে। একবছর পর দলে ফিরেছেন ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে। নুয়ান প্রদীপের খেলা শেষ টি-টোয়েন্টিও গত বছরে। ১৪ ম্যাচ খেলা এই পেসারের ঝুলিতে আছে ১৫ উইকেট।
Sri Lanka T20I squad for Windies series: #SLvWI https://t.co/59EajsVwn1 pic.twitter.com/PFirTo436c
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) February 27, 2020
তবে ইনজুরির কারণে স্কোয়াডে রাখা হয়নি ধানুশকা গুনাথিলাকাকে। বাদ পড়লেন ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে ও ওশাদা ফার্নান্দো।
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ৪ মার্চ, দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি ৬ মার্চ।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াডঃ
লাসিথ মালিঙ্গা(অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, কুশল পেরেরা, শিহান জয়সুরিয়া, নিরোশান ডিকওয়েলা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষণ সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডঃ কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, শেই হোপ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস, হেইডন ওয়ালশ জুনিয়র, কেসরিক উইলিয়ামস।