

দিল্লির সা-ম্প্র-দা-য়ি-ক স-হিং-স-তা-র বিরুদ্ধে নিজেদের মত ব্যক্ত করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটাররা। দিল্লিবাসীর প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করেছেন যুবরাজ সিং, বীরেন্দর শেবাগ, হরভজন সিং, রোহিত শর্মারা।
দিল্লির ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে সাবেক বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং টুইটারে লিখেন, ‘দিল্লিতে যা হচ্ছে তা হৃদয়বিদারক। সবার কাছে অনুরোধ, শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে আশা করি। আমরা সবাই মানুষ, আমাদের উচিৎ একে অপরকে সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা।’
What’s going on in Delhi is heart breaking, requesting everyone to please maintain peace and harmony. Hoping the authorities will take corrective measures to curb the situations. End of the day we are all humans, we need to love and respect each other ???? #DelhiBurning
— yuvraj singh (@YUVSTRONG12) February 26, 2020
দিল্লির ঘরের ছেলে শেবাগ পুরো ব্যাপারকে বলছেন দুর্ভাগ্যজনক। সাবেক এই ওপেনার টুইটারে লিখেন, ‘দিল্লিতে যা ঘটছে তা দুর্ভাগ্যজনক। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ দিল্লিতে শান্তি আনুন। কারও কোন আঘাত বা ক্ষতি হলে রাজধানীর বুকে একটি কলঙ্ক তৈরি করবে। আমি সবার মধ্যে শান্তি ও সম্প্রীতি আশা করছি।’
What is happening in Delhi is unfortunate. My request to all of you is to keep calm and peace in Delhi. Any injury or harm to anyone is a blot on the capital of this great country. I wish peace and sanity to one and all.
— Virender Sehwag (@virendersehwag) February 25, 2020
সাবেক অফ স্পিনার হরভজন সিং যেন আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। ঘটনার সময়কার কিছু ছবি পোস্ট করে তিনি টুইটারে লিখেন, ‘আপনজনেরাই আপনজনদের আঘাত করছো? আমি সবাইকে অনুরোধ করি দয়া করে কেউ কাউকে আঘাত করবেন না।’
Apne hi apno ko kyu mar rahe hai ??? Requesting everyone to plz not hurt each other’s ???????????????????????? https://t.co/YD6jd9mS5m
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 25, 2020
রঙিন পোশাকে ভারতের বর্তমান সহ-অধিনায়ক রোহিত শর্মা টুইটারে লিখেন, ‘এমন ঘটনা দিল্লিতে কাম্য নয়। আশা করি দ্রুতই সব নিরপেক্ষ অবস্থানে আসবে।’
Not such a great sight in Delhi. Hope everything neutralises soon.
— Rohit Sharma (@ImRo45) February 26, 2020