দিল্লির ঘটনায় সরব ভারতীয় ক্রিকেটাররা

রোহিত শর্মা বীরেন্দর শেবাগ হরভজন সিং যুবরাজ সিং
Vinkmag ad

দিল্লির সা-ম্প্র-দা-য়ি-ক স-হিং-স-তা-র বিরুদ্ধে নিজেদের মত ব্যক্ত করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটাররা। দিল্লিবাসীর প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করেছেন যুবরাজ সিং, বীরেন্দর শেবাগ, হরভজন সিং, রোহিত শর্মারা।

দিল্লির ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে সাবেক বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং টুইটারে লিখেন, ‘দিল্লিতে যা হচ্ছে তা হৃদয়বিদারক। সবার কাছে অনুরোধ, শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে আশা করি। আমরা সবাই মানুষ, আমাদের উচিৎ একে অপরকে সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা।’

দিল্লির ঘরের ছেলে শেবাগ পুরো ব্যাপারকে বলছেন দুর্ভাগ্যজনক। সাবেক এই ওপেনার টুইটারে লিখেন, ‘দিল্লিতে যা ঘটছে তা দুর্ভাগ্যজনক। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ দিল্লিতে শান্তি আনুন। কারও কোন আঘাত বা ক্ষতি হলে রাজধানীর বুকে একটি কলঙ্ক তৈরি করবে। আমি সবার মধ্যে শান্তি ও সম্প্রীতি আশা করছি।’

সাবেক অফ স্পিনার হরভজন সিং যেন আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। ঘটনার সময়কার কিছু ছবি পোস্ট করে তিনি টুইটারে লিখেন, ‘আপনজনেরাই আপনজনদের আঘাত করছো? আমি সবাইকে অনুরোধ করি দয়া করে কেউ কাউকে আঘাত করবেন না।’

রঙিন পোশাকে ভারতের বর্তমান সহ-অধিনায়ক রোহিত শর্মা টুইটারে লিখেন, ‘এমন ঘটনা দিল্লিতে কাম্য নয়। আশা করি দ্রুতই সব নিরপেক্ষ অবস্থানে আসবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

মালিঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কার শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

Read Next

বিকেএসপিতে ১ লাখ টাকা করে পেলেন আকবররা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share