

চলছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতীয় নারীদের বিপক্ষে হেরেছে সালমা খাতুনের দল। দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অজি নারীদের বিপক্ষে লড়বে বাঘিনীরা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনো না খেলায় ভিডিও দেখাকে পুঁজি করেই মাঠে নামতে হচ্ছে জাহানারাদের।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাহানারা আলম কথা বলেন গণমাধ্যমের সামনে। আগেভাগে অস্ট্রেলিয়ায় আসা জাহানারারা উপভোগ করছেন অস্ট্রেলিয়ায় বলে জানান তিনি।
‘আমরা এখানে উপভোগ করছি। টুর্নামেন্ট শুরুর আগে আমরা এখানে আগেভাগেই এসেছিলাম কন্ডিশনিং ক্যাম্পের জন্য। কিন্তু বৃষ্টি তথা আবহাওয়ার জন্য মাত্র ৩ দিন আমরা অনুশীলন করতে পারি। যদিও আমি মনে করি প্রত্যেক দলই একই অসুবিধার সম্মুখিন হয়েছে। আমরা উপভোগ করছি এখানে। পরিবেশ ভালো, দারুণ জায়গা।’
১ম ম্যাচে ভারতের বিপক্ষে লড়েই হেরেছে বাংলাদেশ নারী দল। জাহানারাদের ইচ্ছে অজি নারীদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর।
‘অবশ্যই আমরা জেতার জন্যই মাঠে নামবো। গত ম্যাচে (ভারতের বিপক্ষে) কি হয়েছে সেটা ব্যাপার না। এটা খেলারই অংশ, আমরা এই ম্যাচের দিকে তাকিয়ে আছি। এবং আমরা শক্তভাবে কামব্যাক করতে চাই। যদি আমরা আমাদের স্কিলের প্রদর্শন করতে পারি, প্ল্যান বাস্তবায়ন করতে পারি তাহলে রেজাল্ট আমাদের পক্ষে আসবে। আমরা আমদের স্ট্রেন্থে বিশ্বাস করি, আমাদের নিজেদের ওপর বিশ্বাস করি।’
অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে কখনো না খেলার কারণে তাদের বিপক্ষে প্রস্তুতি নিতে কেবল ভিডিও অ্যানালাইসিসেই ভরসা করতে হয়েছে বাংলাদেশকে। যা কোনভাবেই যথেষ্ট না বলে মনে করেন জাহানারা।
‘হ্যা, শুধু ভিডিও দেখেই প্রস্তুতি নিয়েছি। যদিও এটা আমাদের ৪র্থ বিশ্বকাপ, কিন্তু আমরা কখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলিনি। তাই আমরা কেবল তাদের ভিডিও অ্যানালাইজ করেছি। আমরা জানি বিশ্বকাপের মতো বড় প্ল্যাটফর্মে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করতে এটা যথেষ্ট না। তবে সত্যি বলতে আমাদের কিছু করার নেই। আমাদের এই ভিডিও অ্যানালাইসিস করেই মাঠে নামতে হচ্ছে।’