

ছিলেন বিশ্বকাপজয়ী অনুর্ধ্ব-১৯ দলে, কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনালে ছিলেন একাদশেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে উইকেট শূন্য থাকলেও সেমিফাইনালে নিউজিল্যান্ড বধে ২ উইকেট নিয়ে রেখেছেন অবদান। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বাঁহাতি অর্থোডক্স হাসান মুরাদের সুযোগ হয়েছে জাতীয় দলের স্পিন কোচ নিউজিল্যান্ড কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরির সাথে কাজ করার। এই বয়সেই ভেট্টরির মত কোচের কাচ থেকে দীক্ষা নেওয়ার সুযোগ পেয়ে যারপরানই খুশি মুরাদ।
ড্যানিয়েল ভেট্টরির সাথে চুক্তির ধরণে পরিবর্তন এনেছে বিসিবি। ১০০ দিনের চুক্তিতে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে জাতীয় দলের সাথেই কাজ করার কথা ছিল নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি এই স্পিনারের। তবে তার মত একজন স্পিনারের অভিজ্ঞতা বয়সভিত্তিক ও বিসিবির অধীনস্থ দলগুলোর ক্রিকেটারদের ক্ষেত্রেও কাজে লাগানোর লক্ষ্যেই পরিবর্তন হয় চুক্তিতে। ফাঁকা সময়ে কাজ করবেন হাই পারফরম্যান্স, ‘এ’ দল ও বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে।
আজ (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে আমিনুল ইসলাম বিপ্লব, তানভির ইসলাম ও হাসান মুরাদকে নিয়ে প্রথমবারের কাজ শুরু করেন নতুন প্রোগ্রামে। ট্রেনিং সেশন শেষে হাসান মুরাদ জানান কি ধরনের কাজ করেছেন ভেট্টোরির সাথে, ‘প্রথম দিন দেখছিল আমাদের কি কি ভুল আছে। ভালোই লাগছে। ভ্যারিয়েশনগুলো দেখাচ্ছিলো। কীভাবে সুবিধা পাওয়া যাবে এগুলো।’
‘তিনি ভালো কোচ। কিছু কিছু ছোটোখাটো বিষয় দেখিয়ে দিচ্ছে। বিশেষ করে রিলিজ পয়েন্ট, ভ্যারিয়েশন এগুলো নিয়ে আরেকটু কাজ করছে। এতো বেশি ভুল ধরিয়ে দিচ্ছে না, ছোটো ছোটো বিষয় ধরিয়ে দিচ্ছে। ভ্যারিয়েশনগুলো দেখিয়ে দিচ্ছে। বুঝাচ্ছিলো এটার পার্থক্য কেমন ওইটার পার্থক্য কেমন। আর কিছুই না।’
তরুণ এই স্পিনার নিজেকে ভাগ্যবান মনে করছেন ভেট্টোরির মত কোচের সাথে এখনই কাজ করার সুযোগ পেয়ে, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। অনূর্ধ্ব-১৯ লেভেলে বড় কোচ পাচ্ছি। সৌভাগ্যবান যে এখন থেকেই আন্তর্জাতিক মানের কোচ পাচ্ছি, যা আমাদের ভবিষ্যতে অনেক ভালো হবে৷ স্কিলও আমাদের ভালো হবে।’
গতবছর বিকেএসপির হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে অভিষেক। ১৩ ম্যাচে ২২ উইকেট নিয়ে সামর্থ্যের জানান দিয়েছেন বেশ ভালোভাবেই। ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসন্ন প্রিমিয়ার লিগেও খেলবেন কক্সবাজারের এই স্পিনার। এ প্রসঙ্গে নিজেই বলেন, ‘প্রিমিয়ার লিগ (ঢাকা প্রিমিয়ার লিগ) খেলবো, আশা করি ইন শা আল্লাহ ভালো হবে।’