ভেট্টোরির ২ লাখ টাকার ক্লাসে বিপ্লব-তানভির-মুরাদ

ড্যানিয়েল ভেট্টোরি হাসান মুরাদ আমিনুল ইসলাম বিপ্লব তানভির ইসলাম
Vinkmag ad

২০১৫ সালের বিশ্বকাপ ফাইনাল শেষে অবসরে যান ড্যানিয়েল ভেট্টোরি। ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক ভেট্টোরি বাঁহাতি স্পিনার হিসাবে সব ফরম্যাট মিলে সর্বোচ্চ উইকেটের মালিক। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৬২ টি টেস্ট উইকেট নিয়েছেন ভেট্টোরি, ওয়ানডে উইকেট ৩০৫ টি, টি-টোয়েন্টিতে উইকেট ৩৮ টি। বাংলাদেশের বিপক্ষে ৯ টেস্টে ৫১ উইকেট নিয়েছেন ১৬.০৫ গড়ে। ২০ ওয়ানডেতে নিয়েছেন ৩১ উইকেট, ক্যারিয়ার সেরা বোলিং ৭ রানে ৫ উইকেট বাংলাদেশের বিপক্ষেই।

বাঁহাতি স্পিনার হিসাবে ৪৪২ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ড্যানিয়েল ভেট্টোরির আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৭০৫। ৩৩৮ আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫৬২ আন্তর্জাতিক উইকেট নেওয়া সাকিব আল হাসান আছেন তালিকার দুই নম্বরে। ৫২৫ উইকেট নিয়ে তিনে রঙ্গনা হেরাথ।

১০০ দিনের চুক্তিতে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে নিয়োগ পান নিউজিল্যান্ড কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। গতবছর জুলাইয়ে বিসিবির সাথে চুক্তিবদ্ধ হওয়া সাবেক কিউই স্পিনার প্রথম কাজ শুরু করেন ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে। কিন্তু শুধু সিরিজ হিসেবে কাজ করেন বলে ফাঁকা সময়ে স্পিনারদের নিয়ে বাড়তি কিছু করার সুযোগ থাকেনা ভেট্টোরির।

সেকারণে এবার চুক্তির ধরণে পরিবর্তন এনেছে বিসিবি। সিরিজের মাঝে ফাঁকা সময়ে পাইপলাইনের স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি, হাই পারফরম্যান্স ও বয়সভিত্তিক দলের স্পিনারদের সাথে।

আজ যেমন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে তিন স্পিনারকে নিয়ে কাজ করেন ভেট্টোরি। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, বাঁহাতি অর্থোডক্স তানভির ইসলাম ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য বাঁহাতি অর্থোডক্স হাসান মুরাদ।88014476 573904683196654 8896799607183376384 n 88080218 196713218072518 3097098009452740608 n 87283591 531873007438620 3036398834386206720 n 87379832 2592230434330776 8144628882352373760 n 87439469 830655324064838 3476965369745244160 n 87460335 493214888227528 7240699727249932288 n 87463577 869677520124203 7510622659273555968 n 87489925 206170150748216 632188300861374464 n 87728878 611235902758543 8092572508630286336 n 87868441 2511637472409082 3956931684514922496 n 87970298 527962667849203 352714787500589056 n

শীষ্যদের বোলিংয়ের বেশ কিছু জিনিস দেখিয়ে দেন ভেট্টোরি। কখনো নিজেই বল করে দেখিয়েছেন। তাদেরকে সামনে বসিয়ে বেশ কিছু টিপসও দিয়েছেন লম্বা সময় ধরে।

প্রতিদিন ২৫০০ মার্কিন ডলার সম্মানী পান ড্যানিয়েল ভেট্টোরি, যা বাংলাদেশি টাকায় ২ লাখ টাকারও বেশি। বলাই যায় বিপ্লব-তানভির-মুরাদরা আজ করলেন ২ লাখ টাকার ক্লাস।

৯৭ ডেস্ক

Read Previous

চমক রেখে জিম্বাবুয়ের ওয়ানডে দল ঘোষণা

Read Next

নিজেকে বদলানোর তাগিদ অনুভব করছেন আল আমিন

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
15
Share