র‍্যাংকিংয়ে মুশফিক-নাইমদের উন্নতি

মুশফিকুর রহিম মুমিনুল হক নাজমুল হোসেন শান্ত নাইম হাসান আইসিসি টেস্ট র‍্যাংকিং
Vinkmag ad

নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২১ রান করেছেন ভিরাট কোহলি। আর তাতেই পিছিয়ে পড়েছেন র‍্যাংকিংয়ে। অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে পারফর্ম করে র‍্যাংকিংয়ে এগিয়েছেন মুশফিকুর রহিম, নাইম হাসানরা।

২০১৫ সালের জুন মাসে প্রথমবার টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষে এসেছিলেন স্টিভ স্মিথ। সর্বশেষ হালনাগাদ সহ ঐ সময়ের পর থেকে মোট ৮ বার শীর্ষস্থানে উঠেছেন স্টিভ স্মিথ।

ওয়েলিংটনে ভারতের বিপক্ষে ১ম ইনিংসে ৮৯ রান করা কেন উইলিয়ামসন বাড়িয়ে নিয়েছেন ৩১ রেটিং পয়েন্ট। ১ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন তিনি। র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে রস টেইলর, কলিন ডি গ্র্যান্ডহোম, মায়াঙ্ক আগারওয়ালদের। বোলারদের মধ্যে টিম সাউদি ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। ৪ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশের মুশফিকুর রহিম মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন অপরাজিত ২০৩ রানের ইনিংস। আর তাতে ৫ ধাপ এগিয়ে ২০ নম্বরে (রেটিং পয়েন্ট ৬৫৫) উঠে এসেছেন তিনি। ৫ ধাপ এগিয়েছেন মিরপুরে সেঞ্চুরি করা বাংলাদেশ দলপতি মুমিনুল হকও। তার অবস্থান এখন ৩৯ নম্বরে (রেটিং পয়েন্ট ৫৫৬)। ১১ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ১০৪ নম্বরে নাজমুল হোসেন শান্ত, ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট (২৮৮) নিয়ে।

ক্যারিয়ার সেরা বোলিং ফিগার (৯/১৫২) অর্জন করা নাইম হাসান দিয়েছেন লম্বা লাফ। ২৯ ধাপ এগিয়ে এখন নাইমের অবস্থান ৩৮ নম্বরে, ক্যারিয়ার সেরা ৪১০ রেটিং পয়েন্ট নিয়ে। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন পেসার আবু জায়েদ রাহিও। ৩৩১ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে আছেন এই বোলার।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংঃ

১. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৯১১
২. ভিরাট কোহলি (ভারত)- ৯০৬
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৮৫৩
৪. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮২৭
৫. বাবর আজম (পাকিস্তান)-৮০০

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট বোলারদের র‍্যাংকিংঃ

১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০৪
২. নেইল ওয়েগনার (নিউজিল্যান্ড)- ৮৪৩
৩. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৮৩০
৪. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৮০২
৫. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৯৬

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিংঃ

১. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৪৭৩
২. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৪০৭
৩. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৯৭
৪. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ২৯৮
৫. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ২৮৮।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

ইংল্যান্ডে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ

Read Next

চমক রেখে জিম্বাবুয়ের ওয়ানডে দল ঘোষণা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
20
Share