চমক রেখে জিম্বাবুয়ের ওয়ানডে দল ঘোষণা

zimbabwe
Vinkmag ad

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়ক হিসাবে দায়িত্ব পেলেন পেস বোলিং অলরাউন্ডার চামু চিভাভা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো অলরাউন্ডার উইসলে মাধেভের।

সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরে জিম্বাবুয়ের অলরাউন্ডার উইসলে মাধেভের ৬ ম্যাচ খেলে ১৫৮ রান ও ৮ উইকেট শিকার করেন। এমন পারফরম্যান্সের কল্যাণেই এবার জাতীয় দলে ডাক পেলেন তরুণ স্পিন অলরাউন্ডার।

Image

পারিবারিক কারণে ছুটিতে থাকেন জিম্বাবুয়ের নিয়মিত টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস। এবার তাঁকেও ফেরান হয়েছে ওয়ানডে দলে।

টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের পরবর্তী মিশন এখন ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ের স্কোয়াডঃ

চামু চিভাভা (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, টিনাসে কামুনহুকামে, উইসলে মাধেভের, টিমিসেন মারুমা, ক্রিস্টোফার এমপোফু, চার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতোম্বোজি, রিচমন্ড মুতুউম্বামি (উইকেটরক্ষক), অ্যাইন্সলে লোভু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড ট্রিপানো, চার্ল্টন শুমা ও শন উইলিয়ামস।

১ম ও ২য় ওয়ানডের জন্য বাংলাদেশ ওয়ানডে দলঃ

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

৯৭ প্রতিবেদক

Read Previous

র‍্যাংকিংয়ে মুশফিক-নাইমদের উন্নতি

Read Next

ভেট্টোরির ২ লাখ টাকার ক্লাসে বিপ্লব-তানভির-মুরাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
10
Share