

আইসিসির এফটিপি সূচি অনুযায়ী ২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। আয়ারল্যান্ডের মাটিতে আগে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ইংল্যান্ডের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড গত বছরের ডিসেম্বরেই তিনটি ওয়ানডে ম্যাচের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যা শুরু হবে ১৪ মে থেকে। আর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডে আয়োজন করতে চলছে আইরিশ বোর্ড। যার সূচিও প্রায় চূড়ান্ত।
আয়ারল্যান্ডের সংবাদমাধ্যম বেলফাস্ট টেলিগ্রাফ জানিয়েছে, ইংল্যান্ডের মাঠে ২২ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তবে ইংল্যান্ডের কোন কোন ভেন্যুতে সিরিজে চার ম্যাচ অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
ওয়ানডে সিরিজের সময়সূচি অনেক আগে প্রকাশ করলেও এখনও আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি সিরিজের সূচি, ভেন্যু প্রকাশ করেনি ক্রিকেট আয়ারল্যান্ড।
ক্রিকেট আয়ারল্যান্ডের পারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড হোল্ডসওয়ার্থ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করতে এই মাসের শুরুর দিকে ইংল্যান্ডে ছিলেন।
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি ইংল্যান্ডের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে – এবং শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে বেলফাস্ট টেলিগ্রাফ। প্রথমবারের মতো কোনও নিরপেক্ষ দেশে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করবে আয়ারল্যান্ড ক্রিকেট।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচিঃ
১৪ মে- প্রথম ওয়ানডে- স্টরমন্ট, বেলফাস্ট
১৬ মে- দ্বিতীয় ওয়ানডে- স্টরমন্ট, বেলফাস্ট
১৯ মে- তৃতীয় ও শেষ ওয়ানডে- স্টরমন্ট, বেলফাস্ট
*এর আগে ১১ মে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ
২২ মে- প্রথম টি-টোয়েন্টি
২৪ মে- দ্বিতীয় টি-টোয়েন্টি
২৭ মে- তৃতীয় টি-টোয়েন্টি
২৯ মে- চতুর্থ টি-টোয়েন্টি