

বিসিবি সাউথ জোন, বিসিবি নর্থ জোন, ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন- এই চার দল নিয়ে অনুষ্ঠিত হয়ে গেছে বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) এর ৮ম আসর। ৩ রাউন্ডের খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয়েছিল সাউথ জোন ও ইস্ট জোন। যেখানে জিতে টানা তৃতীয়বার শিরোপা জিতেছে সাউথ জোন।
সদ্য শেষ হওয়া বিসিএলের আসরে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে সাউথ জোন ও ইস্ট জোনের ক্রিকেটাররা। এমনকি ডিসমিসালেও সবার উপরে এই দুই দলের উইকেটরক্ষকরা। ৫০১ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন এনামুল হক বিজয়, টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন তিনি। ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আব্দুর রাজ্জাক। যদিও মাত্র ২ ম্যাচ খেলে তার চেয়ে ১ উইকেট পেছনে নাইম হাসান। ১৬ ডিসমিসাল নিয়ে সবার উপরে নুরুল হাসান সোহান।
একনজরে-
বিসিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকঃ
এনামুল হক বিজয় (বিসিবি সাউথ জোন)- ৫০১
শামসুর রহমান শুভ (বিসিবি সাউথ জোন)- ৩৮৯
ইয়াসির আলি চৌধুরী রাব্বি (ইসলামী ব্যাংক ইস্ট জোন)- ৩৮৪
তামিম ইকবাল (ইসলামী ব্যাংক ইস্ট জোন)- ৩৩৪
নাজমুল হোসেন শান্ত (ওয়ালটন সেন্ট্রাল জোন)- ৩২৫
বিসিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকঃ
আব্দুর রাজ্জাক (বিসিবি সাউথ জোন)- ২২
নাইম হাসান (ইসলামী ব্যাংক ইস্ট জোন)- ২১
মেহেদী হাসান (বিসিবি সাউথ জোন)- ১৭
শফিউল ইসলাম (বিসিবি সাউথ জোন)- ১৫
তাসকিন আহমেদ (বিসিবি নর্থ জোন)- ১০
বিসিএলে সবচেয়ে বেশি ডিসমিসালঃ
নুরুল হাসান সোহান (বিসিবি সাউথ জোন)- ১৬
জাকির হাসান (ইসলামী ব্যাংক ইস্ট জোন)- ৮
মাহিদুল ইসলাম অঙ্কন (বিসিবি নর্থ জোন)- ৪
জাকের আলি (ওয়ালটন সেন্ট্রাল জোন)- ৩
মোহাম্মদ মিঠুন (ওয়ালটন সেন্ট্রাল জোন)- ১
আরো পড়ুনঃ বিসিএলে সাউথ জোনের হ্যাটট্রিক শিরোপা।