নাইমকে নিয়ে মাতামাতি না করার অনুরোধ করলেন মুমিনুল

নাইম হাসান মুমিনুল হক
Vinkmag ad

কোচ রাসেল ডোমিঙ্গোর বিশেষ পরিকল্পনা- ঘরের মাঠে কেবল স্পিন নির্ভর উইকেট নয়, বিদেশের মাটিতে ভালো করতে উইকেট হবে স্পোর্টিং। যার বাস্তবায়নটা শুরু হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে। স্পিন নয়, বরং ব্যাটিং বান্ধব উইকেটেই ইনিংস ব্যবধানে হারানো যায় সফরকারীদের। ম্যাচে ৯ উইকেট নিয়ে জিম্বাবুয়ে বধে বল হাতে নায়ক অফ স্পিনার নাইম হাসান।

ঘরোয়া ক্রিকেটে স্পিন বিষে নীল করেই চলেছেন ক্রিকেটারদের, সদ্য সমাপ্ত বিসিএলে ২ ম্যাচেই নিয়েছেন ২১ উইকেট। পাকিস্তান সফরে দলে থাকলেও একাদশে সুযোগ মিলেনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে বিরুদ্ধ কন্ডিশনেই নিজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ভুগিয়েছেন ম্যাসভাউর, টেইলর, আরভিন, সিকান্দার রাজাদের। ম্যাচ শেষে কাপ্তান মুমিনুল প্রশংসা করলেও জানিয়েছেন নাইমের উন্নতির জায়গা রয়েছে আরও। এখনই নাইমকে নিয়ে মাতামাতি না করার অনুরোধও করেন গণমাধ্যকর্মীদের।

 

View this post on Instagram

 

Career best bowling figure (in a test match) for Nayeem Hasan. How good is he? #BANvZIM

A post shared by cricket97 (@cricket97bd) on

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠ চট্টগ্রামে অভিষেকেই তুলে নেন ৫ উইকেট। পরের ৫ ইনিংসে অবশ্য নিতে পারেননি পাঁচটির বেশি। ঘরোয়া ক্রিকেটে ছিলেন দারুণ ছন্দে। নিয়মিতই পকেটে পুরেছেন উইকেটের পর উইকেট। বিসিএলের এবারের আসরের পারফরম্যান্স বিবেচনায় দলে অনেকটা অটো চয়েজ হয়ে পড়া মেহেদী হাসান মিরাজকে টপকে জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে জায়গা করে নেন নাইম।

মিরাজকে বাদ দিয়ে নাইমকে দলে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে অধিনায়ক মুমিনুল বলেন, ‘নাইমের ব্যাপারে দেখেন সে কিন্তু অনেকদিন থেকেই লাইন আপে ছিল এবং ভালো বোলিং করছে। এর মানে যে মিরাজ খারাপ বোলিং করছে এমনটা না। নাইমকে একটু সুযোগ দেয়া হয়েছে। এটাই আমার কাছে মনে হয়।’

দলের জয়ে অন্যতম ভূমিকা রাখা নাইমকে নিয়ে এখনই মাতামাতিতে আপত্তি অধিনায়কের। তরুণ এই অফ স্পিনারকে সুযোগ দিলে আরও ভালো কিছু করার আছে বিশ্বাস মুমিনুলের, ‘দেখুন নাইম মাত্র ক্যারিয়ার শুরু করলো। আমি এটা নিয়ে খুব বেশি বলতে চাই না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আপনারা এই অনুরোধ রাখলে ভালো হবে। নাইম মাত্র ক্যারিয়ার শুরু করেছে, এখনও অনেক বাকি আছে। সে অনেক ভালো বোলিং করেছে মা শা আল্লাহ। আশা করি আরো ভালো করবে।’

‘এটা নিয়ে (নাইমের পারফরম্যান্স) আমি খুব বেশি বলতে চাই না, মানে আউটস্ট্যান্ডিং টাইপ কিছু বলতে চাই না। ওর অনেক কিছু করার বাকি আছে। ধীর ধীরে সে উন্নতি করবে, আরো করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুতে বুঝা যায় না। আমার কাছে মনে হয় ওকে আরো উন্নতি করতে হবে।’

নাইমের ভালো পারফরম্যান্স মিরাজের জন্য হুমকি বলা চলে, দলে জায়গা পেতে তাকে করতে হবে বেশ লড়াই। শুধু নাইম-মিরাজ নয় দলের সবার জন্যই এমন প্রতিদ্বন্দ্বিতা ইতিবাচক বলছেন মুমিনুল, ‘সবসময় গুরুত্বপূর্ণ। বিশ্বের সব বড় বড় দলগুলোতেই কিন্তু এ জিনিসটা আছে। এরকম হেলদি কম্পিটিশন থাকা ভালো, দলের পারফরম্যান্সের জন্য ভালো।’

নাজমুল হাসান তারেক

Read Previous

বিসিএলে হ্যাটট্রিক শিরোপা জিতলো সাউথ জোন

Read Next

বিসিএলে ব্যাটে-বলে সেরা যারা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
17
Share