

আগের দিন এনামুল হক বিজয় ও ফজলে মাহমুদ রাব্বির জোড়া ফিফটির সাথে টপ অর্ডারের সম্মিলিত প্রচেষ্টায় ৬ উইকেটে ৩০৫ রানে দিন শেষ করে বিসিবি সাউথ জোন। বিসিএলের (বাংলাদেশ ক্রিকেট লিগ) ফাইনালে আজ (২৩ ফেব্রুয়ারি) ২য় দিনে ফরহাদ রেজার সেঞ্চুরিতে সাউথ জোন থামে ৪৮৬ রানে। ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে ৬ ওভার হাত ঘুরিয়েই মোহাম্মদ আশরাফুল ভাঙেন শেষদিকে জমে যাওয়া ফরহাদ-শফিউলের প্রায় শতরানের জুটি।
৩৭ রানে দিন শুরু করা শামসুর রহমান শুভ সকালেই তুলে নেন ফিফটি। তবে বিজয়-রাব্বিকে অনুসরণ করে শামসুরও থামেন সেঞ্চুরির কাছে গিয়ে। ১৬২ বলে ১০ চারে খেলেন ৭৯ রানের ইনিংস। তার বিদায়ে ভাঙে ফরহাদ রেজার সাথে তার গড়া ৯৪ রানের জুটি।
বিজয়-রাব্বি-শামসুররা সেঞ্চুরির কাছে গিয়ে হতাশ হলেও সেঞ্চুরি তুলে নেন ফরহাদ রেজা। লাঞ্চের পর ১৭৩ বলে ১০ চার ৫ ছক্কায় সেঞ্চুরিতে পৌঁছানো ফরহাদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৮৬ বলে ১০৩ রানে। শেষদিকে তাকে যোগ্য সঙ্গ দেন শফিউল ইসলাম। দুজনে মিলে ৯ম উইকেটে যোগ করেন ৮৮ রান।
৫২ বলে ৫ চারে ৩০ রান করেন শফিউল। দুজনের জুটিতে বিসিবি সাউথ জোন যখন দলীয় সংগ্রহ ৫০০ পার করার দিকে ছুটছে তখনই আঘাত হানেন মোহাম্মদ আশরাফুল। শফিউলকে ফেরান সরাসরি বোল্ড করে। শফিউলের আগে আব্দুর রাজ্জাককেও বোল্ড করেন আশরাফুল। ৬ ওভারে ৩ মেডেনে ১৩ রান খরচায় দুই উইকেট নেন আশরাফুল। সমান দুটি করে উইকেট নেন রুয়েল মিয়া ও সাকলাইন সজীবও। একটি করে শিকার আবু হায়দার রনি ও আফিফ হোসেন ধ্রুব’র।
জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ইসলামী ব্যাংক ইস্ট জোন তুলেছে ৩ ওভারে ১৫ রান। ১৩ রানে অপরাজিত মোহাম্মদ আশরাফুল ও ৩ রানে পীনাক ঘোষ।