

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই টেস্টের টিকিটের তথ্য প্রকাশ করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
আগামীকাল (২১ ফেব্রুয়ারি) থেকে মিরপুর সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পাওয়া যাবে ম্যাচের টিকিট।
টেস্টের জন্য গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা। ক্লাব হাউজ (শহীদ জুয়েল/ শহীদ মুশতাক স্ট্যান্ড) এর টিকিটের মূল্য ২০০ টাকা করে। সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৮০ টাকা করে। সর্বনিম্ন ৫০ টাকা মূল্য ইস্টার্ন স্ট্যান্ডের।
জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজের টাইটেল স্পন্সর হিসাবে আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। পাওয়ার্ড বাই পার্টনার হিসাবে আছে ওয়ালটন। এই সিরিজে টাইগারদের স্পন্সর হিসাবে আছে আকাশ ডিটিএইচ।