

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা এবং নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর শেষ পর্যন্ত দীর্ঘ ১২ বছর পর পাকিস্তান সফরে যায় বাংলাদেশ। পাকিস্তান সফরের প্রথম দুই পর্ব শেষ। তৃতীয় পর্বের আগে পাকিস্তানে আবারও নিরাপত্তা শঙ্কা। পাকিস্তানের কোয়েটায় আ-ত্ম-ঘা-তী বো-মা হা-ম-লা-য়য় দশজন নি-হ-ত হয়েছে।
এপ্রিলে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে যাবে। সেখানে টেস্টের সঙ্গে থাকবে একটি ওয়ানডেও। এর আগে গতকাল পাকিস্তানে বো-মা হা-ম-লা-য়। নিজেদের শেষ ধাপের সফর নিয়ে দুশ্চিন্তা করছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন,
‘আইসিসি প্রতিবার নিজেদের মতো নিরাপত্তা পর্যবেক্ষণ করে তাদের কর্মকর্তাদের পাঠায়। সেটার ওপর ভিত্তি করে আমরা দল পাঠানোর সিদ্ধান্ত নিই। যেহেতু সফরের শেষ পর্বটা এপ্রিলে, এখনো অনেক সময় আছে। এর মধ্যে নিশ্চয়ই অনেক আলোচনা হবে’
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমধাপে পাকিস্তান সফরে গিয়ে ২-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এরপর রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে হারে টাইগাররা। বাংলাদেশ তৃতীয় ধাপে পাকিস্তান যাবে এপ্রিলে। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলবে দু’দল। এর একদিন পরই সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে একই ভেন্যুতে।
এবারই প্রথম পাকিস্তানের মাটিতেই হবে পুরো পিএসএল। ২০ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট, চলবে ২২ মার্চ পর্যন্ত। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতান—এই চারটি শহরে হবে ম্যাচগুলো। এর আগে কোয়েটার এই বো-মা হা-ম-লা-য় দেশটিতে আসা বিদেশি ক্রিকেটারদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। আজ অনুশীলন শেষে বিপুল নিরাপত্তায় মাঠ ছাড়ছেন পিএসএল দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে পাকিস্তানে যাওয়া অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসন।