নাইম হাসানের ৮ উইকেটে মলিন হল মুশফিকের সেঞ্চুরি

featured photo1 18
Vinkmag ad

আজ (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া বিসিএলে তৃতীয় রাউন্ডে কক্সবাজারে মুশফিকুর রহিমের দুর্দান্ত এক সেঞ্চুরির পরও খুব একটা বড় সংগ্রহ পায়নি বিসিবি নর্থ জোন। নর্থ জোনকে একাই ধসিয়ে দেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের অফ স্পিনার নাইম হাসান, তুলে নেন ৮ উইকেট। নর্থ জোনকে থামতে হয় ২৭২ রানে। জবাবে ৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে দিন শেষ করা ইসলামী ব্যাংক ইস্ট জোনও নেই স্বস্তিতে।

টস জিতে ব্যাট করতে নেমে নর্থ জোন দুই ওপেনার রনি তালুকদার ও জুনায়েদ সিদ্দিকী যোগ করেন ৩৬ রান। জুনায়েদ সিদ্দিকী ৮ রান করে নাইম হাসানের শিকার হলে ভাঙে জুটি। এরপর দ্রুত ফিরে যান রনি তালিকদারও (২৮), বোল্ড হন নাইম হাসানের বলেই। লাঞ্চের আগে তানবীর হায়দারকেও (৪) তুলে নেন নাইম হাসান।

৩ উইকেটে ৭৮ রানে লাঞ্চে যাওয়া বিসিবি নর্থ জোন চা বিরতির আগে হারায় আরও তিন উইকেট। নাইম ইসলাম- মুশফিকুর রহিমের ৫৬ রানের জুটি ভেঙে আবারও বিসিবি নর্থ জোনকে বিপদে ফেলেন অফ স্পিনার নাইম হাসান। তার স্পিন ঘূর্ণিতে এরপর ফিরে যান ২৩ রান করা মাহিদুল ইসলাম অঙ্কনও। মাঝে আরিফুল হককে (৪) ফেরান হাসান মাহমুদ।

স্রোতের বিপরীতে একাই লড়াই করা মুশফিক পাননি যোগ্য সঙ্গী। লাঞ্চের পর ফিফটি তুলে নেওয়া মিস্টার ডিপেন্ডেবল চা বিরতি সময় অপরাজিত ৮৭ রানে। চোট কাটিয়ে মাস চারেক পর মাঠে ফেরা সাইফ উদ্দিন ২০ বল খেলে করতে পারেননি কোন রান। ফিরেছেন নাইম হাসানের বলে উইকেট রক্ষক জাকির হোসেনকে ক্যাচ দিয়ে। ততক্ষণে প্রথম শ্রেণি ক্যারিয়ারে ৬ষ্ঠ বারের মত ইনিংসে ৫ উইকেট তুলে নেন নাইম হাসান।

শেষদিকে সানজামুল ইসলামকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম, তুলে নেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১১ তম সেঞ্চুরিও। জুটিতে সানজামুলের অবদান ৬৪ বলে ২৯, ফিরেছেন নাইম হাসানের ৭ম শিকার হয়ে। ১১৭ বলে সেঞ্চুরিতে পৌঁছানো মুশফিক ৯ম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ১৫৭ বলে ১৬ চার ১ ছক্কায় ১৪০ রান। ফিরেছেন হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে। অল আউট হওয়ার আগে বিসিবি নর্থ জোনের সংগ্রহ ২৭২।

জবাবে নিজেদের প্রথম ইনিংসেও স্পিন ঘূর্ণিতে ভালোই ভুগছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ৪.১ ওভার ব্যাট করে ৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে শেষ করে দিন। পিনাক ঘোষ ৩ রান করে সঞ্জীত সাহা ও মোহাম্মদ আশরাফুল কোন রান না করেই ফিরেছেন সানজামুল ইসলামের বলে।

সংক্ষিপ্ত স্কোরঃ প্রথম দিন শেষে
বিসিবি নর্থ জোন প্রথম ইনিংস ২৭২/১০ (৮২.৪ ওভার)
রনি ২৮, জুনায়েদ ৮, তানবীর ৪, নাইম ৩১, মুশফিক ১৪০, আরিফুল ৪, অঙ্কন ২৩, সাইফউদ্দিন ০, সানজামুল ২৯, সালাউদ্দিন ৩, সঞ্জীত ০*; হাসান ১৮-৬-৫০-২, নাসির ২-০-৫-০, নাইম ৩৫.৪-৫-১০৭-৮,সাকলাইন ১৫-৩-৫৪-০, রাহাতুল ৩-০-২১-০, আফিফ ৩-০-১৭-০, আশরাফুল ৬-১-১৭-০।

ইসলামী ব্যাংক ইস্ট জোন প্রথম ইনিংস ৩/২ (৪.১ ওভার)
পিনাক ৩, আশরাফুল ০, সাকলাইন ০*; সানজামুল ২.১-০-২-১, সাইফউদ্দিন ১-০-১-০, সঞ্জীত ১-১-০-০।

নাজমুল হাসান তারেক

Read Previous

বাধ্য ছেলে মাহমুদুলের আদর্শ রাহুল দ্রাবিড়

Read Next

স্পিনারদের দাপটের দিনে মার্শালের সেঞ্চুরি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
29
Share