
২০২০ যুব বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ায় প্রোটিয়া কিংবদন্তি মাখায়া এনটিনির হাত থেকে ট্রফি পেয়েছিলেন ইয়াশাভি জাইসাওয়াল। দেশে ফিরে জাইসাওয়াল দেখেন সেই ট্রফি দু’ টুকরো হয়ে গিয়েছে।
কীভাবে ট্রফিটা ভেঙে গেল, তা জানেন না ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হওয়া ইয়াশাভি জাইসাওয়াল। জানার কোনও আগ্রহও নেই তাঁর। ইয়াশাভি জাইসাওয়ালের কোচ জ্বালা সিংহের দাবি, ট্রফি নিয়ে কোনও আগ্রহ নেই জাইসাওয়ালের।
ভারতীয় এক দৈনিক সংবাদপত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে জ্বালা সিংহ বলেছেন,
‘ ইয়াশাভি জাইসাওয়াল ট্রফি নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করে না। রান নিয়েই বেশি চিন্তা করে।’
প্রথমবারের মত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের যুবারা।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতের ইয়াশাভি জাইসাওয়াল। এই বিশ্বকাপের সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান তিনি। ৬ ম্যাচে ১টি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ৪০০ রান করেন তিনি।