• জুন ১০, ২০২৩

ভেঙ্গে গেল জাইসাওয়ালের বিশ্বকাপ সেরা ট্রফি

yashvi
Vinkmag ad

২০২০ যুব বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ায় প্রোটিয়া কিংবদন্তি মাখায়া এনটিনির হাত থেকে ট্রফি পেয়েছিলেন ইয়াশাভি জাইসাওয়ালদেশে ফিরে জাইসাওয়াল দেখেন সেই ট্রফি দু’ টুকরো হয়ে গিয়েছে।

কীভাবে ট্রফিটা ভেঙে গেল, তা জানেন না ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হওয়া ইয়াশাভি জাইসাওয়াল। জানার কোনও আগ্রহও নেই তাঁর। ইয়াশাভি জাইসাওয়ালের কোচ জ্বালা সিংহের দাবি, ট্রফি নিয়ে কোনও আগ্রহ নেই জাইসাওয়ালের।

EQWczxaWoAEEfm1

ভারতীয় এক দৈনিক সংবাদপত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে জ্বালা সিংহ বলেছেন,

‘ ইয়াশাভি জাইসাওয়াল ট্রফি নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করে না। রান নিয়েই বেশি চিন্তা করে।’

প্রথমবারের মত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের যুবারা।

300118

টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতের ইয়াশাভি জাইসাওয়াল। এই বিশ্বকাপের সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান তিনি। ৬ ম্যাচে ১টি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ৪০০ রান করেন তিনি।

৯৭ প্রতিবেদক

Read Previous

মুশফিক ইস্যুতে বিসিবির সিদ্ধান্ত বদল, করা হবে অনুরোধ

Read Next

মাশরাফির ধন্যবাদ পেলেন অভিষেকদের তৈরির আড়ালে যারা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
15
Share