

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টের আগে নিরাপত্তা ইস্যুতে ভাবতে নারাজ বাংলাদেশ দলপতি মুমিনুল হক। অনুশীলন ম্যাচ ও পর্যাপ্ত অনুশীলন সেশনহীন একটি টেস্টের সামনে দাঁড়িয়ে টাইগার কাপ্তান আত্মবিশ্বাসী পাকিস্তানের বিপক্ষে ভালো করার ব্যাপারে। টানা হারের মধ্যে থাকা বাংলাদেশ দল জয়ের ধারায় ফিরতে প্রস্তুত বলে জানান মুমিনুল হক।
আজ (৬ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে প্রথমবার অনুশীলন করে টিম বাংলাদেশ। অনুশীলন শেষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান পাকিস্তানের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বলেন, ‘দেখেন আমরা নিরাপত্তা নিয়ে খুব একটা ভাবছিনা। অবশ্যই আমরা খুশি (নিরাপত্তা নিয়ে) সাথে তাদের আতিথেয়তাও সন্তোষজনক, সত্যি আমরা অনেক খুশি।’
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ফলে তাঁকে ছাড়াই আগামীকাল (৭ ফেব্রুয়ারি) মাঠে নামবে বাংলাদেশ। মুশফিককের না থাকাটা দলের জন্য ক্ষতির পাশাপাশি তরুণদের জন্য সুযোগ হিসেবে দেখছেন টেস্ট কাপ্তান, ‘আপনি যখন দলের সেরা ব্যাটসম্যানকে মিস করবেন এটা অবশ্যই কঠিন। অন্যদিকে তরুণ যারা সুযোগ পাবে তাদের মেলে ধরার বড় মঞ্চও বলা যায়।’
গতবছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু, এরপর আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্ট ও ভারত সফরের দুই টেস্টেই ফলাফল একই। বেশ বাজেভাবেই টেস্ট হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মুমিনুল হকরা। তবে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মুমিনুলের কণ্ঠে, ‘দেখুন এক সময় না এক সময় তো বিরতিটা (টানা টেস্ট হার) ভাঙতেই হবে। ইনশাল্লাহ এই ব্রেকটা ভাঙতে সবাই প্রস্তুত। খুব ভালো প্রস্তুতি নিয়েছে। ওই হিসেবে চিন্তা করলে আমরা আশাবাদী ম্যাচটি নিয়ে।’
প্রায় একবছর পর সাদা পোশাকে বাংলাদেশের হয়ে খেলতে নামবেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার আফগানিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজে ব্যক্তিগত কারণে নেন ছুটি। বিসিএলে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো তামিমের জন্য সাদা পোশাকে প্রত্যাবর্তনটা কঠিন হবে বলে মনে করেন না টাইগার দলপতি, ‘আপনারা সবাই জানেন তামিম ভাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। মনে হয় না উনার জন্য খুব বেশি সমস্যা হবে।’
‘বিসিএলে উনি অনেক ভালো একটি ইনিংস খেলেছে। আমার মনে হয় খুব তাড়াতারি এবজর্ভ করতে পারবে। এজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হিসেবে। মুশফিক ভাই নেই তাঁকে আমরা মিস করবো। আমার মনে হয় জুনিয়র প্লেয়ারদের জন্য এটা বড় সুযোগ।’