

পচেফস্ট্রুমে আজ (৬ ফেব্রুয়ারি) ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল। চলতি যুব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারালেই প্রথমবারের মত যুব বিশ্বকাপের ফাইলনাল নিশ্চিত করবে তানজিদ, তানজিম, শরিফুলদের বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি আকবর আলি।
যথাসময়ে ম্যাচ শুরু হতে যাচ্ছে তবে রয়েছে বৃষ্টির শঙ্কা। যদিও বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে কপাল পুড়বে নিউজিল্যান্ড যুবাদেরই। সেমিফাইনালের জন্য রাখা হয়নি কোন রিজার্ভ ডে ফলে গ্রুপ পর্বের পয়েন্ট বিবেচনায় সরাসরি নিশ্চিত হবে ফাইনাল।
এদিক দিয়ে বেশ এগিয়ে বাংলাদেশ যুবারা। গ্রুপ পর্ব শীর্ষে থেকেই শেষ করে আকবর আলির দল। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে নিশ্চিত করে সেমিফাইনাল। নিউজিল্যান্ড একাদশে পরিবর্তন একটি, নিকোলাস লিডস্টোন নিয়েছেন সিমন কিনের জায়গা।
অন্যদিকে কোয়ার্টার ফাইনালের একাদশ নিয়েই মাঠে নামছে আকবর আলির দল। রাকিবুল হাসান, হাসান মুরাদ, শামিম হাসানের সাথে হাত ঘুরাবেন তৌহিদ হৃদয়। গতির ঝড় তুলতে আছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান।
নিউজিল্যান্ডকে হারাতে পারলে কিংবা বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ইতিহাস গড়ে ফানালে সঙ্গী হবে ভারতের। ভারত যুবারা প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে ১০ উইকেটের বড় ব্যবধানে।
বাংলাদেশে একাদশঃ তানজিদ হাসান, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলি (অধিনায়ক ও উইকেট রক্ষক), শামীম হোসেন, তানজিম হাসান, রাকিবুল হাসান, হাসান মুরাদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশঃ রাই মারিউ, ওলি হোয়াইট, নিকোলাস লিডস্টোন, জেসে টাশকফ (অধি), ব্যাকহাম গিনল, কুইন সুন্ডি (উইকেটরক্ষক), আদিত্য আশোক, জো ফিল্ড, ক্রিস্টিয়ান ক্লার্ক ও ডেভিড হ্যানকুক।