

অনেক নাটকীয়তা শেষে দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে গেল বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অংশ নিতে বাংলাদেশ দল এখন ইসলামাবাদে। রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে মুমিনুল হকের দল পাবে পাকিস্তান রাষ্ট্রপতির অভ্যর্থনা। বাংলাদেশ-পাকিস্তান দুই দলের ক্রিকেটারদের নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি।
পাকিস্তানের মাটিতে ২০০৩ সালের পর এই প্রথম টেস্ট খেলতে গেল টিম বাংলাদেশ। কাতারের দোহা হয়ে আজ সকালে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সারাদিন টিম হোটেলে বিশ্রামে টাইগাররা। আগামীকাল সকালে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলন। দুপুরে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভির নিমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেবে বাংলাদেশ দল।
পাকিস্তানি গণমাধ্যম গুলোর তথ্য অনুযায়ী- আগামীকাল বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) পাকিস্তান প্রেসিডেন্টের বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজনে অংশ নিবেন দুই দেশের ক্রিকেটাররা। দুইদল ছাড়াও রাষ্ট্রপতির আমন্ত্রণে সেসময় উপস্থিত থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবির কর্তারা, স্থানীয় সাংসদ, পাকিস্তানের ফেডারেল মন্ত্রীরাও।
এই সফরে দুই ম্যাচ সিরিজের একটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে টেস্টটি।
বাংলাদেশ দলকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হচ্ছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে। টিম হোটেল, অনুশীলন কিংবা ম্যাচের সময়- ক্রিকেটারদের আশপাশে শুধু নিরাপত্তাবাহিনীই থাকবে। ইসলামাবাদের ম্যারিয়ট ইন্টারন্যাশনাল হোটেলে অবস্থান করছে বাংলাদেশ। টিম হোটেল থেকে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডির দুরত্ব ৪৫ মিনিটের।
পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভির বাসভবন ইসলামাবাদে। এর পাশেই বাংলাদেশের হোটেল ম্যারিয়ট।
পাকিস্তানের বিপক্ষে ১ম টেস্টের জন্য বাংলাদেশ টেস্ট স্কোয়াডঃ
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।
১ম টেস্টের জন্য পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াডঃ
আজহার আলি (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান সিনিয়র, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।