

ঘরের মাঠে প্রথম টেস্ট জিতেও সিরিজ খুইয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও প্রোটিয়াদের জয়। বড় জয়; ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয়। ইংলিশ ব্যাটসম্যানদের করা ২৫৮ রান ১৪ বল আগেই টপকায় দক্ষিণ আফ্রিকা। ওকস-কারানদের বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ে অধিনায়ক ডি কক সেঞ্চুরি পেলেও হতাশ হয়ে প্যাভিলিয়নে যান টেম্বা বাভুমা।
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের পর ওডিআইতে এটিই দুই দলের প্রথম ম্যাচ। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে চরম ব্যর্থ ছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ সহজে জয় পেলেও পরের তিন ম্যাচে টানা পরাজয় স্বাগতিকদের। আজ কেপটাউনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও জয়। সিরিজ জয় হবে?
RESLUT| 🇿🇦 VICTORIOUS
Smuts sweeps Parkinson for four to end the contest with 14 balls to spare.
🏴 have been swept aside by the #ProteaFire De Kock and Bavuma, in particular. 🇿🇦 can now wrap up the series in Durban on Friday.#SAvENG pic.twitter.com/WFFPuvdEeW
— Cricket South Africa (@OfficialCSA) February 4, 2020
২৫৯ রানের লক্ষ্যে ব্যাট হাতে নামেন অধিনায়ক কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকস। শুরুটা মোটেও ভালো হয়নি প্রোটিয়াদের। তবে এরপরের বাকি সময় দক্ষিণ আফ্রিকার দখলেই। দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর ডি কককে সঙ্গ দিতে উইকেটে আসেন টেম্বা বাভুমা।
এই দুইয়ের ব্যাটের সামনে ইংলিশ বোলাররা আজ পাত্তাই পাইনি। দারুণ সব স্ট্রোক্স খেলতে থাকেন কক-বাভুমা। ক্রিস উকস, কারানদের সামনে দাপুটে ব্যাটিং করেই যান তাঁরা। ইংলিশ কোনও বোলারই তাঁদের সমস্যায় ফেলতে পারেননি। ফিফটির দেখা পান দুজনেই।
এরমধ্যে ডি কক পেয়ে যান তাঁর ক্যারিয়ারের ১৫ নম্বর শতরান। তবে ১০৭ রানে ডিক কক রুটের বলে বোল্ড হলে বাভুমার সঙ্গে জুটি ভাঙ্গে ১৭৩ রানের। সেঞ্চুরির পথে ছিলেন টেম্বা বাভুমাও; ভাগ্য সহায়ক হলো না। লেগ বিফোরের ফাঁদে পড়ে ৯৮ রানে তাঁকে ফিরতে হয় প্যাভিলিয়নে। তখন দক্ষিণ আফ্রিকার রান ২৩৪’এ।
এরপর জয়ের বাকি পথ প্রোটিয়ারা পাড়ি দেয় ডুসেন ও স্মুটসের ব্যাটে চড়ে। সহজ ম্যাচ সহজেই জিতলো দক্ষিণ আফ্রিকা। ডুসেন ৩৮* ও স্মুটস ৭* রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ১৪ বল হাতে রেখে জয় আসে ৭ উইকেটের।
কেপটাউনে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৮ রানের লড়াকু সংগ্রহ স্কোরবোর্ডে জমা করে ইংল্যান্ড। ইংল্যান্ডে ওপেনিং জুটিতে আসে ৫১ রান। ৩২ বলে ৩২ করে ফেরেন জেসন রয়। আরেক ওপেনার জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১৯ রান। জো রুট ও ইয়ন মরগ্যান বড় ইনিংস খেলার আগেই প্রোটিয়া বোলাররা সাজঘরে ফেরত পাঠায়।
উইকেট আসা-যাওয়ার মিছিলে জো ডেনলি খেলেন দুর্দান্ত এক ইনিংস। ৬ চার ও ২ ছয়ে ১০৩ বলে ৮৭ রান। রেজা হেনড্রিকস ডেনলিকে সেঞ্চুরি করতে দেননি। তবে শেষদিকে ক্রিস অকস ৪০ রানের ইনিংসে ২৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ডঃ ২৫৮/৮ (৫০ ওভার) জেসন রয় ৩২, বেয়ারস্টো ১৯, রুট ১৭, মরগ্যান ১১, ডেনলি ৮৭, বান্টন ১৮, কারান ৭, ওকস ৪০, টম ১৫*; শামসি ৩/৩৮, সিপাম্লা ১/৪০, হেনড্রিকস ১/৪৬
দক্ষিণ আফ্রিকাঃ ২৫৯/৩ (৪৭.৪ ওভার) ডি কক ১০৭, হেনড্রিকস ৬, বাভুমা ৯৮, ডুসেন ৩৮; রুট ১/৩৫, ওকস ১/৩৬, জরডান ১/৩১
ফলাফলঃ দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)