

আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দল। বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াইয়ে ভারতীয় যুবাদের কাছে পাত্তাই পাইনি পাকিস্তান। ওপেনার ইয়াশাভি জাইসাওয়াল শতরান করে অপরাজিত, ফিফটি করেন দিব্যাংশ সাক্সেনা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই নিয়ে টানা তৃতীয় বার ফাইনালে ভারত।
Yashasvi Jaiswal currently averages 156 at the 2020 U19 World Cup.
156.#U19CWC | #INDvPAK | #FutureStars pic.twitter.com/iuDXCXkfPU
— Cricket World Cup (@cricketworldcup) February 4, 2020
বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারত ফাইনালের মঞ্চে। জয়ের নায়ক ইয়াশাভি জাইসাওয়াল (১০৫)। ৩৫.২ ওভারেই বিনা উইকেটে ১৭৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ছক্কা মেরে শতরান পূরণ করার পাশাপাশি দলকেও জেতান ইয়াশাভি জাইসাওয়াল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখান ভারতের দুই ওপেনার। পাকিস্তানের কোনও বোলারই তাঁদের সমস্যায় ফেলতে পারেননি।
আরেক ওপেনার দিব্যাংশ সাক্সেনাও (৫৯) অসাধারণ পারফরম্যান্স দেখান। তারই সুবাদে সহজ জয় পেল ভারত। রবিবার ফাইনালে পঞ্চমবার এই প্রতিযোগিতা জয়ের লক্ষ্যে খেলতে নামবে ভারত। অন্য আগামী ৬ ফেব্রুয়ারি সেমি-ফাইনালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে যে দল জিতবে তারাই ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
The highest opening partnership in a #U19CWC semi-final 🤜🤛#INDvPAK | #FutureStars pic.twitter.com/VpmKsT39k6
— Cricket World Cup (@cricketworldcup) February 4, 2020
এর আগে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে পারলো না। ভারতীয় বোলারদের দাপটে ৪৩.১ ওভারে ১৭২ রানে থেমে গেল পাকিস্তানের ইনিংস।
টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান স্বস্তিতে ছিল না। নয় ওভারের মধ্যে দুই উইকেট পড়ে গিয়েছিল তাদের। দ্বিতীয় উইকেটে ৬২ রান ছাড়া ইনিংস জুড়ে তেমন কোনও বড় জুটি হল না। বরং, নিয়মিত ব্যবধানে পড়তে থাকল উইকেট। ৩০ থেকে ৪০, এই ১০ ওভারে চার উইকেট পড়ল পাকিস্তানের। আর শেষ ছয় উইকেট পড়ল মাত্র ২৬ রানে! অধিনায়ক রোহাইল নাজির (৬২), হায়দার আলি (৫৬) ছাড়া কোনও ব্যাটসম্যান ভারতীয় বোলারদের চাপে ফেলতে পারলেন না।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলঃ ১৭২/১০ (৪৩.১ ওভার) হায়দার ৫৬, রোহাইল ৬২, হারিস ২১; কার্তিক ২/৩২, মিশরা ৩/২৮, বিষ্ণ ২/৪৬, জাইসাওয়াল ১/১১
ভারত অনূর্ধ্ব-১৯ দলঃ ১৭৬/০ (৩৫.২ ওভার) ইয়াশাভি জাইসাওয়াল ১০৫*, দিব্যাংশ সাক্সেনা ৫৯*
ফলাফলঃ ভারত অনূর্ধ্ব-১৯ দল ১০ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ ইয়াশাভি জাইসাওয়াল (ভারত)