

২০১৯ বিশ্বকাপে খেলা মোহাম্মদ সাইফউদ্দিন বিশ্বকাপের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শেষ খেলেছেন। ইনজুরির কারণে খেলা হয়নি বিপিএলে, বিসিএলের প্রথম রাউন্ডেও খেলা হয়নি। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আগেই, এবার পুনরায় মাঠে ফেরার পালা।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করছেন চম্পকা রামানায়েক। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে রামানায়েক দিলেন মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাপারে সুখবর। জিম্বাবুয়ে সিরিজকে মাথায় রেখে মাঠের ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। এর আগে অবশ্য মোহাম্মদ সাইফউদ্দিন বিসিএলে খেলবেন বলে জানালেন চম্পকা রামানায়েক।
রামানায়েক বলেন,’গত কয়েক দিন ধরে ওর (মোহাম্মদ সাইফউদ্দিন) সাথে কাজ করছি। তার ব্যাক ইনজুরি ছিল কিন্তু তার অবস্থা দিনে দিনে ভালো হচ্ছে। এখন সে বোলিং করা শুরু করেছে। সে জিম্বাবুয়ে সফরকে মাথায় রেখে প্রস্তুত হচ্ছে। সম্ভবত সে ১৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিসিএলের ম্যাচে খেলবে। এই মুহূর্তে তার অবস্থা নিয়ে আমি খুবই খুশি।’
অনুশীলনে পুরোদমে বোলিং করতে থাকা সাইফউদ্দিন ইয়র্কার নিয়ে কাজ করছেন। রামানায়েকের কাছে জানতে চাওয়া হয় ইয়র্কারে মনোযোগের কারণ।
রামানায়েক উত্তরে বলেন, ‘সে জানে সে কি করছে। সে খুবই চালাক ক্রিকেটার। সে ডেথ ওভারে বল করতে ভালোবাসে এবং সেকারণে সে ইয়র্কার নিয়ে কাজ করছে। এই মুহূর্তে আমরা স্কিল নিয়ে ওভাবে কাজ করছি না। কারণ সে চারদিনের ক্রিকেট খেলবে ১৪ তারিখ থেকে। তবুও সে ইয়র্কার নিয়ে কাজ করছে। আমরা জানি সে ইয়র্কার করতে পারে কিন্তু মাঠে প্রয়োগটা গুরুত্বপূর্ণ। সঠিক ফল পেতে বারবার চেষ্টা করতে হয়। তার একটা প্ল্যান আছে।’
রামানায়েকের সঙ্গে কাজ করে খুশি মোহাম্মদ সাইফউদ্দিন। নির্দিষ্ট কিছু জায়গা নিয়ে কাজ করছেন রামানায়েক। রামানায়েকের কাছ থেকে সর্বোচ্চ সুফলটাই নেবার চেষ্টা করবেন এই পেস বোলিং অলরাউন্ডার।
সাইফউদ্দিন বলেন, ‘হ্যা অবশ্যই (রামানায়েকের কাছ থেকে শিখছেন কিনা প্রশ্নে), ও যেহেতু একজন অভিজ্ঞ বোলিং কোচ। অনেক আগে থেকেই বাংলাদেশ দলের সাথে কাজ করছে। আর ও শ্রীলঙ্কান সাবেক পেস বোলার। আসলে ওর থেকে অনেক শেখার আছে, যদিও ওর সাথে দীর্ঘ সময় ধরে কাজ করার সুযোগ হয়নি। কিন্তু নির্দিষ্ট কিছু জায়গায় নিয়ে কাজ করেছে যা ভালো লেগেছে। তো আরও যেহেতু এক সপ্তাহ আছে আমার হাতে, আরও কিছু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবো ওর থেকে।’