

তিন ফরম্যাটেই খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। তবে বাংলাদেশ সফরে আসার আগেই একটা ধাক্কা খেতে হলো তাদের। ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিস।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ইনজুরির জন্য জার্ভিসের ছিটকে যাওয়া নিশ্চিত করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। পিঠে চোট পেয়েছিলেন তিনি। এমআরআই স্কানের রিপোর্ট দেখার পর এই দুঃসংবাদটি জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)।
জার্ভিস ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে জানিয়েছে- জেডসি। তবে আপাতত জিম্বাবুইয়ান পেসারকে কয়েকদিনের বিশ্রাম দিয়েছেন বোর্ডের চিকিৎসকরা। এপ্রিলে আয়ারল্যান্ড সফরের আগে ফিরবেন ক্রিকেটে।
মাঠের বাইরে ছিটকে যাওয়ার কারণে বাংলাদেশ সফরে জার্ভিসকে ছাড়াই আসতে হচ্ছে জিম্বাবুয়েকে।
MASSIVE BLOW: @ZimCricketv seamer @KyleJarv89 has been ruled out of the second Test against @OfficialSLC, starting this Monday at Harare Sports Club, after sustaining a lower back injury. He underwent an MRI scan on Saturday that confirmed a disc bulge #GetWellSoonest #ZIMvSL pic.twitter.com/2aD3WOaAQc
— Zimbabwe Cricket (@ZimCricketv) January 26, 2020
জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে এবং ২২ টি-টোয়েন্টি খেলেছেন পেসার কাইল জার্ভিস। সাদা পোশাকে জার্ভিস ১৩ ম্যাচের ২২ ইনিংসে ৪৬ উইকেট শিকার করেন।
২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। বাংলাদেশে এসে ১০ উইকেট শিকার করেছিলেন তিনি। ঢাকা টেস্টে পাঁচ উইকেটও শিকার করেন এই পেসার।
১ টেস্ট, ২ টি-টোয়েন্টি ও ৩ টি ওয়ানডে খেলবে দুই দল। জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যা্পিয়নশিপের অংশ না।
আগামী মাসের ১৫ তারিখে বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে দল।
একনজরে জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের সূচিঃ
জিম্বাবুয়ে দল বাংলাদেশে পৌঁছাবে- ১৫ ফেব্রুয়ারি
দুই দিনের প্রস্তুতি ম্যাচ- ১৮-১৯ ফেব্রুয়ারি, ঢাকা
একমাত্র টেস্ট- ২২-২৬ ফেব্রুয়ারি, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১ম ওয়ানডে- ১ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২য় ওয়ানডে- ৩ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
৩য় ওয়ানডে- ৬ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
১ম টি-টোয়েন্টি- ৯ মার্চ, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২য় টি-টোয়েন্টি- ১১ মার্চ, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
জিম্বাবুয়ে দল বাংলাদেশ ছেড়ে যাবে- ১২ মার্চ।