

প্রায় ৫ বছর আগে (২০১৫ সালের এপ্রিলে) করেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি। খুলনাতে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ইনিংসে (ম্যাচের) খেলেছিলেন ২০৬ রানের ইনিংস। ৫ বছর পর বিসিএলে ইসলামী ব্যাংক ইস্ট জোনের পক্ষে গতকাল তুলে নিয়েছিলেন দ্বিতীয় ডাবল। আজ ছুটছেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির দিকে।
আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২২২ রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল, ২৮১ বলে ৩০ চারে। প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস নিশ্চিত করেছিলেন গতকালই। আজ নেমেছিলেন সেটাকে আরো এগিয়ে নেবার মিশনে।
নিজের খেলা ৩১৫ তম বলে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে সিঙ্গেল নিয়ে ২৫০ পূর্ণ করেন তামিম। তৃতীয় দিনে লাঞ্চ বিরতিতে যাবার সময় তামিম ইকবালের সংগ্রহ ৩৬৫ বলে ৩৮ চারে ২৭৯ রান। আর ৮ রান করতে পারলে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান পূর্ণ হবে তামিমের।
গতকাল দলীয় ৩৫৮ রানের মাথায় মুমিনুল হকের উইকেট হারানোর পর ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে সঙ্গে নিয়ে তামিম ইকবাল ইতোমধ্যে তৃতীয় উইকেটে যোগ করেছেন ১০০ রানের বেশি। ধীর লয়ে রান তুলছেন ইয়াসির। ১২৬ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৫ রান করে অপরাজিত আছেন তিনি।
ওয়ালটন সেন্ট্রাল জোনের বোলারদের হতাশা কাটেনি তৃতীয় দিনে এসেও। প্রথম সেশনে মুস্তাফিজ-শুভাগতরা উইকেটশুন্য। সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুস্তাফিজুর রহমান। ২৩ ওভার বল করে কোন উইকেট না পাওয়া মুস্তাফিজুর রহমান প্রতিবেদন লেখা অব্দি হজম করেছেন ৯৭ রান। ১০০ এর বেশি রান দিয়েছেন শহিদুল ইসলাম ও শুভাগত হোম।
তৃতীয় দিন লাঞ্চ বিরতি পর্যন্ত ১ম ইনিংসে ইসলামী ব্যাংক ইস্ট জোন এগিয়ে আছে ২৬৯ রানে।
আরো পড়ুন-
ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির দেখা পেলেন তামিম।
তামিমের রেকর্ড গড়া ইনিংস গর্বিত করছে পরিবারকে
টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংয়ে বিসিএলে মাহমুদউল্লাহর সেঞ্চুরি