

আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভার এখন বেশ নিয়মিত ঘটনা। গত কয়েক মাসে বেশ কয়েকটি ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। এমনকি ২০১৯ বিশ্বকাপের ফাইনাল গড়িয়েছিল সুপার ওভারে, সুপার ওভারেও দুই দলের স্কোর ছিল সমান। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে সর্বশেষ মাঠে গড়ানো দুই ম্যাচই নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে।
মূলত সুপার ওভারের নিয়ম যে দল মূল ম্যাচে পরে ব্যাট করে তারাই সুপার ওভারে আগে ব্যাট করে। যেকোন ব্যাটসম্যান নামতে পারেন, বোলিং সাইডের হয়ে এই এক ওভার বল করে থাকেন কোন এক নির্দিষ্ট বোলার।
প্রচলিত এই নিয়ম থেকে ভিন্ন নিয়ম প্রস্তাব করেছেন কোচ টম মুডি। নিজের টুইটার আইডিতে এক টুইট করে এই প্রস্তাব দেন টম মুডি।
টুইটে তিনি লেখেন, ‘এতদিন সুপার ওভার যে নিয়মে হয়ে এসেছে তার থেকে ভিন্ন কিছু পরামর্শ আছে আমার।
১. সুপার ওভারের জন্য নতুন করে টস হবে।
২. বোলিং সাইডের জন্য ২ জন বোলারকে বাছাই করতে হবে।
৩. প্রতি বোলার ৩ টি করে বল করবেন।’
এই টুইট করে আইসিসির দৃষ্টিও আকর্ষণ করেছেন মুডি।
With all these #SuperOvers being played out, I’d like to make two suggestions.
1. A new toss to be conducted for the super over.
2. The bowling side to nominate two bowlers to deliver 3 balls each in the super over. #cricket #foodforthought @ICC— Tom Moody (@TomMoodyCricket) February 1, 2020
I also believe that in case there is a 2nd super over, it should be bowled by a different bowler and batsmen who have already batted in the 1st super over don’t bat again. https://t.co/fL8lR4JylK
— Harsha Bhogle (@bhogleharsha) February 1, 2020