

বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) এর ৮ম আসরে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলছেন তামিম ইকবাল। মুমিনুল হকের অধিনায়কত্বে ইসলামী ব্যাংক ইস্ট জোন শক্ত দল গড়েছে। যেখানে তামিম ইকবাল এক বড় আস্থার নাম। আস্থার প্রতিদানও দিচ্ছেন এই বাঁহাতি ওপেনার।
প্রথম দিনের শেষভাগে পিনাক ঘোষকে নিয়ে ব্যাট করতে নেমেছিলেন তামিম ইকবাল। তবে আলোক স্বল্পতায় খেলা দ্রুত শেষ হয়। ওদিন ইস্ট জোনের ইনিংসে কোন রান যোগ হয়নি।
আজ দ্বিতীয় দিনে এসে হাত খুলে খেলতে থাকেন তামিম ইকবাল। ৭৬ বলে ৭ টি চারের সহায়তায় পঞ্চাশ পূর্ণ করেন তামিম। পিনাক ঘোষের (২৬) সঙ্গে ৬২ রানের জুটি গড়েন। পরে তিনে নামা মুমিনুলের সঙ্গেও জুটি গড়ে তোলেন তামিম। স্কোরবোর্ডে ১ উইকেটে ১২৬ রান তুলে লাঞ্চে যান তামিম ইকবাল ও মুমিনুল হক। যার মধ্যে ৭২ রানই তামিমের।
লাঞ্চ বিরতির পরেও একই মেজাজে ব্যাট করতে থাকেন তামিম। মুস্তাফিজ, শুভাগতদের সামলে তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৬ তম সেঞ্চুরি। ১২৬ বলে ১৪ চারে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।
প্রতিবেদন লেখার সময় মুস্তাফিজুর রহমান ছিলেন বিবর্ণ। ১১ ওভার বল করা মুস্তাফিজ ১ টি মেডেন দিলেও পাননি কোন উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৫ এর বেশি। ওয়ালটন সেন্ট্রাল জোনের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন শুভাগত হোম চৌধুরী। পিনাক ঘোষকে এলবিডব্লিউ করে ফেরান তিনি।
এর আগে ১ম দিনে ২১৩ রান করে অলআউট হয় ওয়ালটন সেন্ট্রাল জোন। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার সাইফ হাসান। ইসলামী ব্যাংক ইস্ট জোনের পক্ষে ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। ২ টি করে উইকেট নেন আবু জায়েদ চৌধুরী রাহি ও নাইম হাসান।