

দেশের ঘরোয়া ক্রিকেটকে আকর্ষণীয় করতে এবার নতুন সংযোজন হিসেবে বিসিবি সরাসরি ইউটিউবে দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ। আজ থেকে শুরু হওয়া চারদিনের এই টুর্নামেন্টটির দুটি ম্যাচই ইউটিউব পিচ ম্যাচের মাধ্যমে দেখতে পাবে দর্শকরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি বিসিবি সাউথ জোন ও বিসিবি নর্থ জোন।
কুয়াশার কারণে মিরপুরের ম্যাচটি শুরু হতে দেরি হলেও চট্টগ্রামে যথাসময়েই শুরু হয় খেলা। এবারের আসরটি বিসিএলের ৮ম আসর। তবে সরাসরি সম্প্রচার হচ্ছে এবারই প্রথম।
টিভি ব্রডকাস্ট না হলেও কমেন্ট্রিবিহীন পিচ ম্যাচ ভিউতে দেখা যাবে খেলা। স্ক্রিনে থাকছে স্কোরবোর্ডও, পূর্ণাঙ্গ সম্প্রচার নাহলেও এবারের আয়োজন ইঙ্গিত দেয় বিসিএলকে কিছুটা আকর্ষণীয় করার পরিকল্পনা করেছে বিসিবি।
যদিও বিসিএলের আবারের আসর নিয়ে বিতর্কের ছিলনা কমতি। অনেকটা তাড়াহুড়ো করেই স্বল্প সময়ের নোটিশে তারিখ নির্ধারণ, ম্যাচ সংখ্যা কমিয়ে আনা, দ্রুত বিপ টেস্ট, প্লেয়ার ড্রাফট আয়োজনে ছিল অপূর্ণতা।
Tags: বিসিএল