

আসন্ন নারী বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ নারী দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি। মূলত নিজেদের প্রস্তুতিটা আগে থেকে সেরে নিতেই নিজস্ব খরচে সপ্তাহ দুয়েক আগেই দেশ ছাড়ছেন সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তার আগে আজ (৩০ জানুয়ারি) মিরপুরে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেয় স্কোয়াডে জায়গা পাওয়া সদস্যরা।
ফটো সেশনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন জানান বাংলাদেশ নারী দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে এটাই গৌরবের বিষয়। ছেলেদের মত নারীদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছেনা স্বীকার করে তিনি জানান ভবিষ্যতে সেটা বাড়ানোর চিন্তা করছেন তারা।
দলের কাছে প্রত্যাশা কেমন জানতে চাইলে বিসিবি বস বলেন, ‘প্রত্যাশা তো সবসময়ই বেশি। বাংলাদেশ দল দেশের প্রতিনিধি হিসেবে যাচ্ছে, প্রত্যাশা তো আছেই। আমি মনে করি বিশ্বকাপ খেলতে যাচ্ছে এটাই প্রথম কথা, আর এটা আমাদের জন্য গৌরবের একটি বিষয়। এখন পর্যন্ত আমাদের মহিলা দল যে পারফরম্যান্স দেখিয়েছে খুব ভালো যে তা বলব না, তবে খারাপ না। এশিয়ার চ্যাম্পিয়ন। সেদিক থেকে অবশ্যই আমরা ভালো অবস্থায় আছি।’
‘কিন্তু এটা তো অস্বীকার করার সুযোগ নেই, ছেলেদের যে ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয় মেয়েদের আমরা তা দিয়ে উঠতে পারিনি। এটা আমাদের জন্য চিন্তার বিষয়, কত তাড়াতাড়ি তাদের সেই ধরনের সুযোগ-সুবিধা দিতে পারি। এদের মধ্যে আত্মবিশ্বাস আছে। এটাই অনেক কিছু।’
দিন কয়েক আগে ভারতের মাটিতে খেলে আসার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে বিশ্বাস পাপনের, ‘আর বিশ্বকাপের আগ মুহূর্তে তারা ভারতে যে সিরিজটা খেলে এসেছে, সেখান থেকে কিছুটা হলেও মনোবল পাবে। কারণ সেখানে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটাররাই তো ভাগ হয়ে খেলেছিল। কাজেই আমার মনে হয় এটা আমাদের প্লেয়ারদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। অনুশীলনটা তো হয়েছে।’
এদিকে কেবল প্রস্তুতি ও পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্যই বিসিবির নিজস্ব খরচে ১৩ দিন অস্ট্রেলিয়ায় থাকবে সালমা-রুমানারা। আগামী ২ ফেব্রুয়ারি সন্ধ্যার ফ্লাইটে দেশ ছাড়ার কথা রয়েছে নারী দলের। ব্রিসবেন নেমে থেকে সোজা গোলকোস্টে চলে যাবে অনুশীলন ক্যাম্পের জন্য।
আগে চলে যাওয়াটা বাড়তি সুবিধা উল্লেখ করে বিসিবি বস যোগ করেন, ‘আমরাও আবার বিশ্বকাপের ৭ দিন আগে (আসলে ১৩ দিন) সেখানে চলে যাচ্ছি প্লেয়ারদের অনুশীলনের ব্যবস্থা করার জন্য। সব দিক থেকে যতটুকু করতে পেরেছে, আরও করতে পারলে অবশ্যই আরও ভালো হতো। একটা জিনিস আমি মনে প্রানে বিশ্বাস করি, আমাদের এই নারী দল সামনে আরও অনেক সাফল্য এনে দেবে। এইটুক বিশ্বাস আছে।’