

২০২০ আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি নিশ্চিত করেছে মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনের বিকল্প। চোটে পড়া মৃত্যুঞ্জয়ের বিকল্প হিসাবে এসএম মেহরাবকে বেঁছে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বাঁহাতের কাঁধে ল্যাব্রাল টিয়ারের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন। বিকল্প হিসাবে এসেছেন এসএম মেহরাব। শুরুতে অবশ্য শোনা যাচ্ছিলো রুয়েল মিয়া হবেন মৃত্যুঞ্জয়ের বদলী। যদিও আগে অনুমোদন নিতে হয়েছে ইভেন্ট টেকনিক্যাল কমিটির।
২০২০ সালের ইভেন্ট টেকনিক্যাল কমিটিতে আছেন জিওফ অ্যালার্ডিস, ক্রিস টেটলি, সিভুইলে মিঙ্গোয়ানা, মাইক গাজ্জার, টম মুডি ও ইয়ান বিশপ।
সুপার লিগে কোয়ার্টার ফাইনালে আগামীকাল পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
News from the Bangladesh camp.
All-rounder Mohammad Mrittunjoy Chowdhury Nipun has been ruled out of the remainder of the Under 19 World Cup and has been replaced by SM Meherob Hasan.#U19CWC | #FutureStars pic.twitter.com/t3VUgAryOY
— Cricket World Cup (@cricketworldcup) January 29, 2020
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ
আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রাকিবুল হাসান, হাসান মুরাদ ও এসএম মেহরাব হোসেন।