

এবারের বিসিএলে (বাংলাদেশ ক্রিকেট লিগ) নতুন দলের হয়ে খেলবেন সৌম্য সরকার। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লংগার ভার্সনের এই টুর্নামেন্টে এবার ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে মাঠ মাতাবেন সাতক্ষিরার ছেলে সৌম্য।
আজ (২৯ জানুয়ারি) দলের সঙ্গে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সৌম্য সরকার। সেখানে নতুন দলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় তার কাছে।
দল কেমন হয়েছে জানাতে যেয়ে সৌম্য বলেন, ‘দলতো ভালোই মনে হচ্ছে। একদিন অনুশীলন হলো কেবল, আরেকদিন (আগামীকাল) অনুশীলনের সুযোগ পাবো। দলের সবাই যদি নিজের পজিশন অনুযায়ী খেলতে পারে তাহলে ভালো কিছু হবে।’
এর আগে সাউথ জোনের হয়ে খেলে শিরোপা জিতেছেন সৌম্য সরকার। এবার ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে তেমনটি সম্ভব কিনা জানতে চাওয়া হয় সৌম্য সরকারের কাছে।
সৌম্য বলেন, ‘চ্যাম্পিয়ন বলতে, ডিপেন্ড করে কারা কোন বছর মাঠের ক্রিকেট টা ভালো খেলে। দল হিসাবে ভালো খেললে তখন রেজাল্ট টা আসে। সাউথ জোনে বেশির ভাগ খুলনার ক্রিকেটার থাকতো। তো ওখানে সবাই নিজেদের মতো করে চিন্তা করা হতো। তো ওখানে বেটার রেজাল্ট করার উযোগ থাকতো। আর এখানে সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছে। তো এভাবে ভাবলে ডিফিকাল্ট হবে। সবাই যদি যেভাবে আগে খেলতো, লাল বলে ন্যাশনাল লিগে যেভাবে খেলেছে সেভাবে খেলতে পারলে আমার কাছে মনে হয় ভালো কিছু হবে।’
যদিও দলের সবার সঙ্গে আগে থেকেই বোঝাপড়াটা ভালো বলে ভিন্ন কিছু হবে না বলে মনে করছেন সৌম্য।
‘নতুন বলতে ঐরকম তো কিছু না। আমরা যেভাবে খেলি ক্লাবে বা ফ্র্যাঞ্চাইজি আলাদা হয়। কিন্তু সবার সাথে সবার আন্ডারস্ট্যান্ডিং টা ভালো। তো আমার কাছে মনে হয় ডিফারেন্ট কিছু হবে না।’
ওয়ালটন সেন্ট্রাল জোন-
ড্রাফট থেকে- মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম, জাকির আলি, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল ইসলাম অপু, ইফরান হোসেন, আব্দুল মজিদ, সোহরাওয়ার্দি শুভ, শরিফুল ইসলাম, আকবর আলি ও মেহেদী হাসান মিরাজ।
রিটেনশন- সাইফ হাসান, শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আরাফাত সানি ও শহিদুল ইসলাম।