

জোহানেসবার্গের দ্যা ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ১৯১ রানের বড় ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে দক্ষিণ আফ্রিকা দলকে। ৬ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কেটে নেবার পাশাপাশি ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে গোটা দলকে।
ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দল নির্ধারিত সময়ের মধ্যে ৩ ওভার কম বল করেছিল। এই কারণে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দক্ষিণ আফ্রিকা দলের ওপর এই জরিমানা আরোপ করে।
আইসিসির কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২২ ভঙ্গ করেছে দক্ষিণ আফ্রিকা দল। যেখানে মিনিমাম ওভার রেটের কথা বলা আছে। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ওভার কম করার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ করে কাটা যাবে। ৩ ওভার কম করায় ৬০ শতাংশ করে ম্যাচ ফি কাটা গেছে দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটারদের।
এছাড়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের অনুচ্ছেদ নম্বর ১৬.১১.২ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ওভার কম করার জন্য ২ টি করে পয়েন্ট কাটা যাবে।
দক্ষিণ আফ্রিকা দলপতি ফাফ ডু প্লেসিস এই দায় মেনে নেওয়াতে নতুন করে শুনানীর দরকার পড়েনি। অনফিল্ড আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও জোয়েল উইলসন, তৃতীয় আম্পায়ার রড টাকার ও চতুর্থ আম্পায়ার আলাহদিন পালেকার এই শাস্তির জন্য সুপারিশ করেছিলেন।
উল্লেখ্য, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। বেনোনিতে ইংল্যান্ডকে প্রথম ম্যাচ হারানোর পর সেঞ্চুরিয়ান, পোর্ট এলিজাবেথ ও জোহানেসবার্গে হেরেছে ফাফ ডু প্লেসিসের দল।
আগামী ৪ ফেব্রুয়ারি ডারবানে শুরু হবে এই দুই দলের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।