

আজ (২৭ জানুয়ারি) হয়ে গেলো বিসিএলের (বাংলাদেশ ক্রিকেট লিগ) প্লেয়ার্স ড্রাফট। ৩১ জানুয়ারি হতে শুরু হতে যাওয়া বিসিএলের জন্য চার দল নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে ড্রাফট থেকে।
জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটাররা খেলবেন বিসিএলে। বিসিএলে দল পাবার কোন সুযোগই ছিল না তুষার ইমরানের, ড্রাফটেই যে রাখা হয়নি তাকে।
গণমাধ্যমকেও না জানিয়ে আজ হুট করে বসে বিসিএলের প্লেয়ার্স ড্রাফট। অনেকটা লুকোচুরি করে করা এই ড্রাফট নিয়ে অবশ্য কিছু বলতে চাননি ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ (ওয়ালটন ও ইসলামী ব্যাংক)। এবারের বিসিএল হতে চলেছে এক লেগের।
বিসিবি নর্থ জোন-
লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, সুমন খান, রনি তালুকদার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানবীর হায়দার খান, সঞ্জিত সাহা দ্বীপ, রিশাদ হোসেন, জহুরুল ইসলাম অমি, সালাউদ্দিন শাকিল, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলি ও মুক্তার আলি।
বিসিবি সাউথ জোন-
মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে রাব্বি মাহমুদ, শামসুর রহমান, ফরহাদ রেজা, আল আমিন জুনিয়র, কামরুল ইসলাম রাব্বি, নাসুম আহমেদ, শাহরিয়ার নাফিস, রবিউল হক, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম বিপ্লব, মাহমুদুল হাসান জয় ও রুয়েল মিয়া।
ওয়ালটন সেন্ট্রাল জোন-
মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম, জাকির আলি, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল ইসলাম অপু, ইফরান হোসেন, আব্দুল মজিদ, সোহরাওয়ার্দি শুভ, শরিফুল ইসলাম, আকবর আলি ও মেহেদী হাসান মিরাজ।
ইসলামী ব্যাংক ইস্ট জোন-
রুবেল হোসেন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, হাসান মাহমুদ, পিনাক ঘোষ, তাইজুল ইসলাম, জাকির আসান, তানভীর ইসলাম, নাসির হোসেন, অমিত হাসান, রেজাউর রহমান, ইমরান-উজ-জামান, মোহাম্মদ আশরাফুল, খালেদ আহমেদ ও রনি চৌধুরী।
৪ দলের চূড়ান্ত তালিকা দেখুন (রিটেনশন সহ)।