

৩১ জানুয়ারি বিগ ব্যাশ লিগের কোয়ালিফায়ার ম্যাচ খেলবে পয়েন্ট টেবিলের ১ নম্বর অবস্থানে থাকা দল মেলবোর্ন স্টারস। এই ম্যাচ মাতাতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেই লাহোর থেকে অস্ট্রেলিয়ার বিমানে বসবেন পাকিস্তানের নিউ পেস সেনসেশন হারিস রউফ।
বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেই আবার মেলবোর্নে উড়াল দিবেন হারিস রউফ। যেয়েই মাতাবেন সিডনি সিক্সার্সের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচ। আজ পাকিস্তান ক্রিকেট হতে জানানো হয়েছে, হারিস রউফ আবারও যোগ দিচ্ছেন মেলবোর্ন স্টারস শিবিরে।
JUST IN: Pakistan confirm Haris Rauf will return for the Stars' @BBL finals campaign #BBL09 https://t.co/mTrbHJjlfe
— cricket.com.au (@cricketcomau) January 26, 2020
অপ্রত্যাশিত ভাবে হারিস রউফকে বিগ ব্যাশে খেলালোর জন্য ডেকেছিল মেলবোর্ন স্টারস। হারিস রউফ জাতীয় দলে ডাক পাওয়ার আগে বিগ ব্যাশে খেলে ফেলেন ৭ ম্যাচ। ৭ ম্যাচে হারিস রউফ শিকার করলেন ১৬ উইকেট। এরপরই তাঁকে পাকিস্তান ফিরে আসতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্যে।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে আলো ছড়িয়ে পাকিস্তান ক্রিকেটের আলোচনায় ছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে হারিস রউফকে রেখে চমক দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। হারিস রউফ সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া থেকে বিগ ব্যাশ ছেড়ে চলে আসেন লাহোরে। যোগ দেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। অভিষেক হয় সিরিজের প্রথম ম্যাচেই।
চলমান বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২ ম্যাচে শিকার করেছেন ২ উইকেট। প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রান খরচে ১ উইকেট। ২য় ম্যাচে ২৭ রান খরচে ১ উইকেট পান এই পেসার।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলেছেন তিনি। আর এ সাত ম্যাচের প্রত্যেকটিতেই উইকেট পেয়েছেন। আসরের সেরা বোলিং ফিগারও তার। হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন। এছাড়া টুর্নামেন্টে একটি হ্যাটট্রিকও করেছেন। মেলবোর্ন স্টারসের হয়ে সিডনি থান্ডারের বিরুদ্ধে ম্যাচে বিপক্ষের ইনিংসের শেষ ওভারে ম্যাথু জিলকেস, ক্যালাম ফার্গুসন ও ড্যানিয়েল স্যামসের উইকেট নেন তিনি। চার ওভার বল করে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার।