

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছিল প্রথম দুই ম্যাচ জিতেই। গতকাল চূড়ান্ত হলো ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল বাংলাদেশ। আজ চূড়ান্ত হলো কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। শেষ আটে ৩০ জানুয়ারি বাংলাদেশের যুবা টাইগাররা খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার-আপ দল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল, তাই নিয়মানুযায়ী কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘ডি’ গ্রুপের রানার-আপ দল।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে আগামী ৩০ জানুয়ারি পচেফস্ট্রুমে বাংলাদেশ মাঠে নামবে ঘরের দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত ও ‘বি’ গ্রুপ রানার-আপ অস্ট্রেলিয়া। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ কোয়ার্টার ফাইনালে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন আফগানিস্তানের বিপক্ষে লড়াই করবে ‘সি’ গ্রুপের রানার আপ দল পাকিস্তান।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের সূচিও আজ প্রকাশ করা হয়েছে।
This is how the group phase of the tournament ends.
Who are you backing for the title? #U19CWC | #FutureStars pic.twitter.com/8DUVKGG4sJ
— Cricket World Cup (@cricketworldcup) January 25, 2020
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে। জিম্বাবুয়েকে হারিয়ে (৯ উইকেটে) টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে সহজেই হারায় স্কটল্যান্ডকে (৭ উইকেটে)। গ্রুপ পর্বের শেষ ম্যাচ বৃষ্টি বাধায় পরিত্যাক্ত হয়। তবে পয়েন্ট ১, ১ করে ভাগাভাগি করে নেয় পাকিস্তান ও বাংলাদেশ। গ্রুপ পর্ব শেষে বাংলাদেশ-পাকিস্তান দুই দলেরই পয়েন্ট পাঁচ করে, রান রেটে অনেকটা এগিয়ে থেকে ‘সি’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল সূচিঃ
প্রথম কোয়ার্টার ফাইনালঃ ভারত-অস্ট্রেলিয়া- (২৮ জানুয়ারি- পচেফস্ট্রুম)
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালঃ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ- (২৯ জানুয়ারি- বেনোনি)
তৃতীয় কোয়ার্টার ফাইনালঃ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা- (৩০ জানুয়ারি- পচেফস্ট্রুম)
চতুর্থ কোয়ার্টার ফাইনালঃ আফগানিস্তান-পাকিস্তান- (৩১ জানুয়ারি- বেনোনি)
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি-ফাইনাল সূচিঃ
প্রথম সেমিফাইনালঃ প্রথম কোয়ার্টার ফাইনাল বিজয়ী-চতুর্থ কোয়ার্টার ফাইনাল বিজয়ী- (৪ ফেব্রুয়ারি)
দ্বিতীয় সেমিফাইনালঃ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী-তৃতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী- (৬ ফেব্রুয়ারি)
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড-
আকবর আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদত হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।
স্ট্যান্ড বাই- অমিত হাসান, এসএম মেহেরব হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান মোহন্না, রুবেল মিয়া, আসাদুল্লাহ হিল গালিব।