

অনেক জল্পনা-কল্পনার পর বাংলাদেশ পাকিস্তানে ক্রিকেট খেলতে গেছে। প্রথম দফাতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল (২৪ জানুয়ারি) প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হতো মাহমুদউল্লাহদের। তবে বাবর-হাফিজের ব্যাটে পাত্তা পায়নি টাইগাররা।
সিরিজ হার নিশ্চিত হলো টাইগারদেরঃ
টানা দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হলো টাইগারদের। প্রথম ম্যাচে লড়াই করলেও এই ম্যাচে পাত্তাই পায়নি মাহমুদউল্লাহরা। ২০ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর- বাংলাদেশ ১৩৬/৬ (২০), তামিম ৬৫, নাইম ০, মেহেদী ৯, লিটন ৮, আফিফ ২১, মাহমুদউল্লাহ ১২, সৌম্য ৫*, বিপ্লব ৮*; আফ্রিদি ৪-০-২২-১, হাসনাইন ৪-০-২০-২, রউফ ৪-০-২৭-১, শাদাব ৩-০-২৮-১।
পাকিস্তান ১৩৭/১ (১৬.৪), বাবর ৬৬*, আহসান ০, হাফিজ ৬৭*; শফিউল ৩-০-২৭-১।
ফলাফলঃ পাকিস্তান ২০ বল ও ৯ উইকেট হাতে রেখে জয়ী।
ম্যাচসেরাঃ বাবর আজম।
হাফিজের পর বাবরের ফিফটিঃ
শুরুটা করেছিলেন ধীরে। পরে রান তোলার গতি বাড়িয়েছেন মোহাম্মদ হাফিজ। ৩৯ বলে ৮ চারে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ১১ তম ফিফটি তুলে নেন তিনি। ৩৫ বলে ফিফটি তুলে নেন পাকিস্তান দলপতি বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩ তম ফিফটি করার পথে হাঁকান ৫ চার ও ১ ছয়। সহজ জয়ের পথে পাকিস্তান।
নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন শফিউলঃ
আগের ম্যাচে নিজের প্রথম ওভারে ফিরিয়েছিলেন বাবর আজমকে। আজ নিজের করা প্রথম ওভারে শফিউল ইসলাম ফিরিয়েছেন আহসান আলিকে।
১৩৬ এ থামলো বাংলাদেশের ইনিংসঃ
সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে)- বাংলাদেশ ১৩৬/৬ (২০), তামিম ৬৫, নাইম ০, মেহেদী ৯, লিটন ৮, আফিফ ২১, মাহমুদউল্লাহ ১২, সৌম্য ৫*, বিপ্লব ৮*; আফ্রিদি ৪-০-২২-১, হাসনাইন ৪-০-২০-২, রউফ ৪-০-২৭-১, শাদাব ৩-০-২৮-১।
রান আউটে কাটা পড়লেন তামিমঃ
আগের দুই ম্যাচে রান আউট হয়েছিলেন, আজও রান আউটের শিকার হলেন তামিম ইকবাল। ক্যারিয়ারের ৭ম টি-টোয়েন্টি ফিফটি করে আউট হয়েছেন ৬৫ রানের মাথায়।
১৬ তম ওভার থেকে এলো ১৪ রানঃ
রিভিউ নিয়ে বাঁচলেন তামিমঃ
১৫ তম ওভারের প্রথম বলে তামিমকে সাজঘরে যাবার নির্দেশ দিয়েছিলেন অন ফিল্ড আম্পায়ার শোজেব রাজা। সাথে সাথেই রিভিউ নেন তামিম। টিভি রিপ্লেতে দেখা যায় বল পিচ করেছিল আউটসাইড লেগে। আম্পায়ার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। যদিও মোহাম্মদ হাসনাইনের করা ঐ ওভারেই সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুব। ২০ বলে ১ টি করে চার ও ছয়ে ২১ রান করে হারিস রউফকে ক্যাচ দেন ধ্রুব।
রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না লিটনঃ
শাদাব খানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরলেন লিটন দাস। আম্পায়ার আহসান রাজা আঙুল তুলে দিলে রিভিউ নিয়েছিলেন লিটন। তবে টিভি রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্প হালকা ছুয়ে যেতো। রিভিউয়ে আম্পায়ার্স কল ডিসিশন আসলে কপাল পোড়ে লিটনের। ১৪ বলে ১ চারে মাত্র ৮ রান আসে লিটনের ব্যাট থেকে।
তিনে নেমে ব্যর্থ মেহেদীঃ
মোহাম্মদ মিঠুনের পরিবর্তে আজ সেরা একাদশে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান। নাইমের দ্রুত বিদায়ের পর তিনে ব্যাট করতে নামেন মেহেদী। বাংলাদেশের ইনিংসের প্রথম ছক্কা আসে মেহেদীর ব্যাটে। ইমাদ ওয়াসিমের বলে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকান মেহেদী। যদিও বেশিক্ষণ টেকেননি। ৫ম ওভারের ২য় বলে মোহাম্মদ হাসনাইনকে উড়িয়ে মারার চেষ্টায় ক্যাচ তুলে দেন, মোহাম্মদ রিজওয়ান নেন সহজ এক ক্যাচ।
নাইমের গোল্ডেন ডাকঃ
আগের ম্যাচে ৪৩ রান করেছিলেন মোহাম্মদ নাইম। তবে আজ টিকলেন না এক বলের বেশি। তামিমের সঙ্গে ওপেন করতে নেমে প্রথম ওভারে স্ট্রাইক পাননি। ইমাদ ওয়াসিমের করা প্রথম ওভারের পরে বল করতে আসেন শাহীন শাহ আফ্রিদি। ঐ ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়ে প্রথম বলেই উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন নাইম।
একাদশ আপডেটঃ
বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের জায়গাতে একাদশে এসেছেন মেহেদী হাসান। পাকিস্তান নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।
পাকিস্তান একাদশ- আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।
টস আপডেটঃ
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে টস জিতেছিল বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। আজ দ্বিতীয় ম্যাচেও টসে জিতেছেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচের মতো আজও আগে ব্যাট করবে বাংলাদেশ।
মাঠে পৌঁছেছে দুই দলঃ
Pakistan and @BCBtigers teams arrival at the GSL ahead of the second T20I. Action begins at 2:00 pm (PKT). #PAKvBAN pic.twitter.com/Sa19zyqo3Q
— Pakistan Cricket (@TheRealPCB) January 25, 2020