

গতকাল প্রথম টি-টোয়েন্টিতে টাইগার ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে শফিউল-মুস্তাফিজরা লড়াই চালিয়ে ম্যাচের ভাগ্য নিয়ে এসেছিলেন শেষ ওভারে। আজ সিরিজ বাঁচানোর ম্যাচে কি আগের একাদশই খেলাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট? নাকি সেরা একাদশ পরিবর্তন করে জয়ে ফিরতে চাইবে? পরিবর্তন হলেও সর্বোচ্চ এক ক্রিকেটারকে করতে পারে বাংলাদেশ।
আজ সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। বাঁচা মরার ম্যাচে বাংলাদেশের একাদশে তেমন কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এর জন্য টিম টাইগার আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে।
যদি টিম ম্যানেজমেন্ট পরিবর্তন করে তাহলে সর্বোচ্চ এক ক্রিকেটার হবে। আগের ম্যাচে খেলা মোহাম্মদ মিঠুন অথবা আফিফ হোসেন ধ্রুবর জায়গায় আসতে পারেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান।
তবে পেস বোলিংয়ের দায়িত্বে থাকবেন আগের ম্যাচের তিনজনই- মুস্তাফিজ, শফিউল, আল-আমিন। তরুণ পেসার হাসান মাহমুদের অপেক্ষা বাড়তে পারে আরো এক দফা।
বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে নিয়েছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৫ উইকেটে ১৪১ রান তোলে। জবাবে পাকিস্তান ৩ বল হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তামিম ইকবাল, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ- আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।