

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। কেমন হবে সিরিজের প্রথম ম্যাচে দুই দলের সেরা একাদশ? বাংলাদেশ দলে হাসান মাহমুদের শুরুর ম্যাচে অভিষেক না হলেও পাকিস্তান একাদশে জায়গা পাবেন বিগ ব্যাশ মাতানো পেসার হারিস রউফ।
সর্বশেষ বঙ্গবন্ধু বিপিএল থেকে পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলে এসেছে বেশ কয়েকজন নতুন মুখ। বাংলাদেশ দলে বৈচিত্র্য যে বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।
প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে টপ-অর্ডারে থাকবেন তামিম ইকবাল, লিটন কুমার দাস, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব। এরপর মিডল অর্ডারে ব্যাটিংয়ের বড় কাজ সামলাবেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে শেষদিকে ফিনিশিং পজিশনে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজের নামের অবস্থান সেরা একাদশে ভালো ভাবেই রেখেছেন সৌম্য সরকার।
লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে দেখা মিলতে পারে ঢাকা প্লাটুনের হয়ে বিপিএলে পারফর্ম করা অলরাউন্ডার মেহেদী হাসানের।
তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। মুস্তাফিজ, আল-আমিন, শফিউল অভিজ্ঞতা বিবেচনায় এগিয়ে থাকবেন সেরা একাদশের দৌড়ে।
সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ থেকে তুলনামূলক শক্তিশালী দল পাকিস্তান। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। পাকিস্তান জিতেছে ৮টি তে। বাংলাদেশের দুটি জয় অবশ্য দুই দলের সবশেষ তিন লড়াইয়ে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ খুব খারাপ করেনি টি-টোয়েন্টিতে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তামিম ইকবাল, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ- আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।