

২৭০ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ দল পাকিস্তান। ৯ নম্বরে থাকা বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট ২২৭। আগামীকাল (২৪ জানুয়ারি) একে অপরের মুখোমুখি হবে এই দুই দল।
র্যাংকিং, রেটিং- এসব নিয়ে অবশ্য ভাবছেন না বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
লাহোরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘যদি আপনি র্যাংকিং, রেটিং নিয়ে ভাবেন সেটা আপনার খেলাকে প্রভাবিত করতে পারে। আমরা (বাংলাদেশ) এটা নিয়ে ভাবছি না। আমরা জানি পাকিস্তান খুবই ভালো দল এবং টি-টোয়েন্টিতে তারা খুবই ধারাবাহিক একটি দল। সেটাই র্যাংকিংয়ে প্রতিফলিত হয়েছে।’
নিজেদের টি-টোয়েন্টি পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী উল্লেখ করে মাহমুদউল্লাহ যোগ করেন, ‘আপনি যদি আমাদের টি-টোয়েন্টি পারফরম্যান্সের গ্রাফ দেখেন তাহলে দেখবে এটা উর্ধ্বমুখী। সাম্প্রতিক সিরিজ গুলোতে আমরা যেমন ভালো করেছি সেটার ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ছেলেরা কঠোর পরিশ্রম করছে, আশা করছি ভালো পারফরম্যান্স দেখাতে পারবো।’
পাকিস্তান খুব একটা অভিজ্ঞ দল নিয়ে খেলবে না। তার ওপর সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। বাংলাদেশকে ফেভারিট হিসাবে দেখছেন কিনা জানতে চাওয়া হয়েছিলো মাহমুদউল্লাহ রিয়াদের কাছে।
‘আমি এটা বলতে পারবো না যে আমরা ফেভারিট কিনা। অনেক দিন পর পাকিস্তানে এসেছি। পাকিস্তানের মাটিতে পাকিস্তান বেশ ভালো দল। ওদের মাটিতে এই ফরম্যাটে ওরা বেশ শক্তিশালী দল। আপনি যদি র্যাংকিং হিসাবটা দেখেন সেটা কিন্তু ভিন্ন কথা বলে (বাংলাদেশের ফেভারিট হবার কথা)। আমার কাছে মনে হয় আমি আমার টিম নিয়ে আশাবাদী।’
এই বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের গুরুত্ব কতটা তা স্পষ্ট করেন মাহমুদউল্লাহ।
‘বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভালো খেলে পারফর্ম করে ম্যাচ ও সিরিজ জিততে থাকতে হবে। এটা আমাদের সবার জন্য সুযোগ অনেক সময় বাদে পাকিস্তানের মাঠে সিরিজ জেতার। আমরা এই সিরিজ জেতার দিকেই মনোযোগ দিচ্ছি।’