

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আলোর মুখ দেখেছে বাংলাদেশের পাকিস্তান সফর। প্রথম দফাতে তিনটি টি-টোয়েন্টি খেলতে গত রাতে পাকিস্তান পৌছেও গেছে বাংলাদেশ দল। আগামীকাল প্রথম ম্যাচের আগে আজ ট্রফি উন্মোচন পর্ব শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশে যেই সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতে হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। পাকিস্তানে যেয়েও এই প্রশ্ন পিছু ছাড়ছে না মাহমুদউল্লাহদের। খুব সম্ভবত এই ইস্যু নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলবে সিরিজজুড়েই।
এক পাকিস্তানি সাংবাদিক মাহমুদউল্লাহ রিয়াদের কাছে জানতে চান- এমন সিকিউরিটি আগে দেখেন নি। এটা মাথায় থাকবে কিনা কাল যখন প্রথম বল খেলতে নামবেন-
মাহমুদউল্লাহর ঝটপট উত্তর, ‘না, একদমই না। আমরা এটা বাংলাদেশেই রেখে এসেছি, যখন আমরা প্লেনে উঠেছি। আমরা পাকিস্তানে মাঠের ক্রিকেটে ভালো করার চিন্তা করছি। আমরা ভালো একটা শো উপহার দিতে চাই। এই মুহূর্তে আমরা কেবল এটাই ভাবছি।’
আরো এক পাকিস্তানি সাংবাদিক এই প্রশ্ন করেন মাহমুদউল্লাহকে। সেদফাতেও একই উত্তর দেন মাহমুদউল্লাহ।
এর আগে পাকিস্তানে এসে খেলার অভিজ্ঞতা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। রিয়াদ খেলেছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। পাকিস্তানে আবার ক্রিকেট খেলতে এসে কেমন লাগছে রিয়াদের? এমনটাই জিজ্ঞাসা ছিলো এক পাকিস্তানি সাংবাদিকের।
উত্তরে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আগেও এসেছি (পাকিস্তানে), এখানে আবার এসে ভালো লাগছে। পাকিস্তানে খেলা বেশ মজাদার, এখানকার অ্যাটমোস্ফিয়ার বেশ ভালো। এখানে ভালো ক্রিকেট খেলার জন্য আমরা মুখিয়ে আছি।’
টাইগারদের কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন বদ্ধ পরিবেশে দল খেললে সেটা দলের ঐক্যকে মজবুত করতে পারে। সেটা মাহমুদউল্লাহকে মনে করিয়ে দিয়ে তিনি কি ভাবছেন জানতে চাওয়া হয়।
মাহমুদউল্লাহ বলেন, ‘বোর্ড যখন সিদ্ধান্ত নেয় যে আমরা যাবো, এরপর আমাদের কাছে এটা ম্যাটার করেনি যে ওখানে বদ্ধ পরিবেশ কিনা। আমরা যখন এখানে এসেই পড়েছি আমার মতে ঐ ধরণের চিন্তা থেকে আমাদের সরে আসাই ভালো। আমার দলের প্রতিটি প্লেয়ার ওভাবেই চিন্তা করছে। আমরা এখানে ভালো ক্রিকেট খেলার জন্য এসেছি এবং ভালো খেলার জন্য সবাই মুখিয়ে আছি।’
‘সতীর্থদের সঙ্গে একসাথে বেশি সময় কাটানো টা পজিটিভ হতে পারে।’
সার্বক্ষণিক নিরাপত্তা পাহারায় থাকছেন মাহমুদউল্লাহরা। এমন পরিস্থিতি আগে দেখেননি উল্লেখ করে রিয়াদ জানান খুশি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
‘এমন পরিস্থিতি এর আগে আমরা কখনো দেখিনি। আমি এই মুহূর্তে এটা পছন্দই করছি। নিরাপত্তা ব্যবস্থা ধরলে পাকিস্তান সেরা ব্যবস্থাটাই আমাদের দিচ্ছে। সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি খুশি।’
আগামীকাল (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৩ টায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি হবে লাহোরের বিখ্যাত গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের বাকি দুই ম্যাচও অনুষ্ঠিত হবে সেখানেই।