

হয় মাছরাঙা টেলিভিশন, নাহয় গাজী টিভি। বাংলাদেশের যেকোন সিরিজ দেখতে সবাই ভরসা করে এই দুই চ্যানেলের ওপর। তবে এদফায় ভরসার জায়গাটা সম্ভবত থাকছে না। এখন অব্দি পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশের পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজ সম্প্রচার করার স্বত্ব কেনেনি কোন বাংলাদেশি চ্যানেল।
এর পেছনে অবশ্য কারণ রয়েছে বেশ কয়েকটি। বাংলাদেশি চ্যানেল সম্প্রচার স্বত্ব পেতে চেষ্টা করেনি এমন নয়।
ডিসকন্টিনিউইটি
এবারের বাংলাদেশের পাকিস্তান সফর হচ্ছে তিন দফাতে। প্রথম দফাতে টি-টোয়েন্টি সিরিজ, দ্বিতীয় দফাতে এক টেস্ট খেলে আবার তৃতীয় দফায় একটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে দুই দল। টানা সিরিজ না হয়ে এরকম দফায় দফায় ক্যাম্পেইন করাটা খুব একটা লাভজনক কিছু নয়।
কম সময়
বাংলাদেশের পাকিস্তান সফর চূড়ান্ত হয়েছে একেবারে শেষ সময়ে (সিরিজ শুরুর তারিখের দিন দশেক আগে) এসে। আর এতে করে বিপাকে পড়ে সম্প্রচার করার আগ্রহ থাকা চ্যানেলগুলো।
উচ্চমূল্য
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে সনি নেটওয়ার্কের কাছে। এক ভারতীয় কোম্পানি সেটা ডিস্ট্রিবিউট করার দায়িত্ব পেয়েছে। তবে তারা উচ্চমূল্য হাঁকিয়ে বসেছে। আগ্রহ থাকা স্বত্বেও তাই পিছিয়ে আসতে হচ্ছে বাংলাদেশি চ্যানেলগুলোকে।
যেখানে দেখা যাবে খেলা-
সনি নেটওয়ার্কের কোন চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার খেলা। সেক্ষেত্রে সনি সিক্স ও সনি সিক্স এইচডিতে খেলা দেখা যাবে। পিটিভি স্পোর্টসেও খেলা দেখতে পারবেন দর্শকরা।
বাংলাদেশের পাকিস্তান সফরের সূচিঃ
১ম ভাগে-
২৪ জানুয়ারি- ১ম টি-টোয়েন্টি, লাহোর
২৫ জানুয়ারি- ২য় টি-টোয়েন্টি, লাহোর
২৭ জানুয়ারি- ৩য় টি-টোয়েন্টি, লাহোর
২য় ভাগে-
৭-১১ ফেব্রুয়ারি- ১ম টেস্ট, রাউলাপিন্ডি
৩য় ভাগে-
৩ এপ্রিল- একমাত্র ওয়ানডে, করাচি
৫-৯ এপ্রিল- ২য় টেস্ট, করাচি