

ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বিরোধ নতুন কিছু নয়। যেকোন ইস্যুতেই এই দুই দেশ ও দেশের মানুষ পরষ্পরবিরোধী অবস্থানে থাকে। ক্রিকেট ও ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নয়।
২০১৬ সালে বলা ভিরেন্দর শেবাগের কথা ভাইরাল হয় সম্প্রতি। যেখানে শেবাগকে বলতে শোনা যায়, ‘শোয়েব আখতার আমাদের ভালো বন্ধু হয়েছে কারণ ভারতে তার ব্যবসা দরকার। এই কারণেই সে ভারত, ভারতীয়দের প্রশংসা করে। আপনি যদি শোয়েব আখতারের কোন সাক্ষাৎকার দেখেন দেখবেন সে ভারতকে নিয়ে অনেক প্রশংসা করছে। সে যখন খেলতো তখন কিন্তু এসব বলতো না।’
শোয়েব আখতারের সতীর্থদের নিয়ে শেবাগ বলেন, ‘সাবেক পাকিস্তানি ক্রিকেটার- মোহাম্মদ ইউসুফ, স্কলাইন মুশতাক, রানা নাভিদ এবং আরো অনেককে আপনি ভারতের প্রশংসা করতে শুনবেন। কারণ তারা ভারতীয় মিডিয়া থেকে টাকা চায়। তারা জানে ভারতের প্রশংসা করে ভারতীয় মিডিয়া থেকে কন্ট্রাক্ট পাওয়া সম্ভব।’
নিজের ইউটিউব চ্যানেলে এই কথার উত্তর দেন শোয়েব আখতার। তিনি বলেন, ‘ভিরেন্দর শেবাগের কথার জবাব হলো তার মাথায় যত চুল নেই তার চেয়ে আমার বেশি টাকা। আমি খুবই খুশি যে আমার কথাকে খুব দাম দেওয়া হয়। আমি যা ই বলি তা ব্রেকিং নিউজ হয়।’
নিজের জনপ্রিয়তা সম্পর্কে বলতে যেয়ে শোয়েব আখতার বলেন, ‘মানুষেরা আমাকে ভালোবাসে। দুনিয়াজুড়ে আমার ভক্ত আছে, শুধু ভারতে না। বাংলাদেশে আমার জন্য ট্রাফিক থেমে যায়। অস্ট্রেলিয়ায় আমি ১০ সেকেন্ড হাঁটতে পারি না, ফ্যান এসে হাজির হয়। এটা মানুষের ভালোবাসা যা আমার সঙ্গে রয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘আমি বুঝি না আমি যে বিশ্লেষণ করি (ইউটিউবে) এটা অন্যদের বিচলিত কেনো করে! আমি ইউটিউবের কল্যাণে বিখ্যাত হইনি। আমি ১৫ বছর পাকিস্তানের হয়ে খেলে বিখ্যাত হয়েছি। আমি দুনিয়ার দ্রুতগতি সম্পন্ন বোলার ছিলাম। লোকেরা আমাকে নিয়ে দুই একটা আর্টিকেল লিখেছে এই কারণে আমি বিখ্যাত নই।’
শোয়েব আখতারের জবাব দেখুনঃ