স্কোয়াড নিয়ে খুশি অধিনায়ক, টপ অর্ডারে তামিমের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ

মাহমুদউল্লাহ রিয়াদ
Vinkmag ad

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। তিন মাসে তিন দফায় পাকিস্তান সফরের প্রথম দফা শুরু হচ্ছে ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আগামীকাল রাতের ফ্লাইটে দেশ ছাড়বে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তার আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার দলপতি জানান স্কোয়াড নিয়ে বেশ সন্তুষ্ট তিনি। অন্যদিকে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ব্যাটিং ধরণ নিয়ে প্রশ্নবিদ্ধ তামিমকেই টপ অর্ডারে বড় ভূমিকা রাখতে হবে বলে জানান রিয়াদ।

২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। ২৫ জানুয়ারি দ্বিতীয় ও ২৭ জানুয়ারি একই ভেন্যুতে তৃতীয় ম্যাচ দিয়ে শেষ হবে প্রথম দফার পাকিস্তান সফর। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১ নম্বর দল পাকিস্তানের বিপক্ষে ৯ নম্বর দল বাংলাদেশের খেলাটা কঠিন হলেও মাহমুদউল্লাহকে আশাবাদী করছে টাগারদের সাম্প্রতিক পারফরম্যান্স।

আগেরদিন কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন ভারতের বিপক্ষে ভারতের মাটিতে জয় পাওয়াটাই আত্ববিশ্বাসী করছে তাদের। আজ (২১ জানুয়ারি) টাগার দলপতি মাহমুদুল্লাহও কথা বলেছেন একই সুরে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘র‍্যাংকিং তো ভিন্ন কথা বলে। আমরা নয় নম্বরে, ওরা এক নম্বরে। টি-টোয়েন্টিতে তারা ধারাবাহিকভাবে খেলে আসছে। আমার মনে হয় যেভাবে আমরা ক্রিকেট খেলছি শেষ কয়েকটি সিরিজে, আমি খুব আশাবাদী যে ভালো কিছু ম্যাচ আমরা উপহার দিতে পারব। ইন শা আল্লাহ আমরা সিরিজ জেতার চেষ্টা করব।’

মুশফিক-সাকিব না থাকলেও পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন বেশ কজন তরুণ প্রতিভা। যারা বিপিএলসহ, বিভিন্ন পর্যায়ে নিজেদের করেছেন প্রমাণ। জাতীয় দলে আগেই সুযোগ পাওয়া নাইম শেখ, আফিফ হোসেনরা ছাপ রেখেছিলেন ভালো কিছুর। মুস্তাফিজ, আল আমিন, রুবেল, শফিউলরাও পরীক্ষিত। ফলে স্কোয়াড নিয়ে আশাবাদী রিয়াদ, ‘আমি এই মুহূর্তে খুবই খুশি, যারা স্কোয়াডে সুযোগ পেয়েছে তাদের নিয়ে।’

‘সবাই খুব ভালো পারফরম্যান্স করেছে এই বিপিএলে। যারা ব্যাটসম্যান ছিল তারা রান পেয়েছে, বোলাররা যারা ছিল ওরা উইকেট পেয়েছে। সব মিলিয়ে আমি খুব আত্মবিশ্বাসী আমার দল নিয়ে। দেখার বিষয় আমরা ওখানে গিয়ে নিজেদের কত ভালোভাবে প্রয়োগ করতে পারি।’

তামিমের ভূমিকা

দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও অধিনায়ক নিজে। ফলে দলীয় সাফল্য পেতেও তাদের রাখতে হবে অনন্য ভূমিকা। টাইগার দলপতি সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন তাদের দুজনকে নিতে হবে বড় দায়িত্ব। ধীরগতির ইনিংস খেলে বিপিএলে বেশ সমালোচিত হয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এমনকি পাকিস্তান সিরিজে তার ভূমিকা কেমন হবে তা এখনো নিশ্চিত করে জানাননি দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

কিন্তু টাইগার দলপতি জানালেন টপ অর্ডারে তামিম ইকবালকেই রাখতে হবে বড় ভূমিকা, ‘আমি এবং তামিম- আমরা দুজনই ব্যক্তিগতভাবে ফিল করি যে আমাদের দায়িত্ব বেশি থাকবে। টপ অর্ডারে তামিমের অভিজ্ঞতা অনেক বেশি কাজে আসবে। ও খুব ভালো ছন্দে আছে, রান করেছে এই বিপিএলে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব যে আমার দায়িত্ব যেন ভালোভাবে পালন করতে পারি। আমার যে ভূমিকা থাকবে, শেষ পর্যন্ত ব্যাটিং করা- আমি ওই জিনিসটা করার চেষ্টা করব।’

এদিকে দলে জায়গা পাওয়াদের মধ্যে নিয়মিত ওপেনারই আছেন পাঁচ জন। বিপিএলে ওপেন করে দুর্দান্ত পারফরম্যান্স করা আফিফ হোসেনকে হিসাবে নিলে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ জনে। ফলে বেশিরভাগ ব্যাটসম্যানেরই ব্যাটিং অর্ডারে আসবে পরিবর্তন বলা বাহুল্য। আর ক্রিকেটাররা মানসিকভাবে প্রস্তুত আছে বলে জানান মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয় যে সবারই দায়িত্ব থাকবে। আপনি যেটা মেনশন করলেন যে অনেকের হয়তো ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসতে পারে। তো এই জিনিসটা ওরা অলরেডি মানসিকভাবে মানিয়ে নেওয়া শুরু করছে বা চিন্তা করছে। আশা করব তারা এটার সাথে মানিয়ে নেবে।’

নাজমুল হাসান তারেক

Read Previous

মুশফিকের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন মাহমুদউল্লাহ

Read Next

চার্টার্ড বিমানে করে পাকিস্তান যাচ্ছেন মাহমুদউল্লাহরা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
15
Share