৪, ৪, ৪, ৬, ৬, ৪(বাই): লজ্জার রেকর্ডে নাম জড়ালেন রুট!

জো রুট
Vinkmag ad

২০০৩ সালের ডিসেম্বরে জোহানেসবার্গে ব্রায়ান লারা রবিন পিটারসনের করা এক ওভারে নিয়েছিলেন ২৮ রান। ৬ বলের প্রত্যেকটিতে বাউন্ডারি হাঁকিয়ে (৪, ৬, ৬, ৪, ৪, ৪) টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান (২৮) তোলার রেকর্ড গড়েন তিনি। দীর্ঘদিন এই রেকর্ড বেঁচে ছিল, লারা ছিলেন এককভাবে শীর্ষে।

তবে ২০১৩ সালের ডিসেম্বরে পার্থে জর্জ বেইলি এই রেকর্ডে যুক্ত হন লারার সঙ্গে। জিমি অ্যান্ডারসনের করা এক ওভারে ২৮ রান তোলেন বেইলি (৪, ৬, ২, ৪, ৬, ৬)।

আজ সেই রেকর্ডের ভাগীদার হলেন কেশব মহারাজও। পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ৫৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশ দলপতি এই ম্যাচে ভাগ বসিয়েছেন লজ্জার রেকর্ডে। ৮২ তম ওভারে কেশব মহারাজকে করা রুটের ওভার থেকে আসে ২৮ রান। যদিও কেশব মহারাজ দ্বিতীয় ইনিংসে ৭১ রান করা কেশব মহারাজের ব্যাট থেকে আসে ২৪ রান।

প্রথম ৫ বল থেকে ৫ বাউন্ডারিতে ২৪ রান তুলে নেন কেশব মহারাজ। শেষ বলে বাই সূত্রে আসে ৪ রান। মোট ঐ ওভার থেকে আসে ২৮ রান (৪, ৪, ৪, ৬, ৬, বাই ৪)।

দ্বিতীয় ইনিংসে পিটার মালান, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিসের উইকেট নেওয়া জো রুট ঐ ওভারের পর আর বোলিংয়ে আসেননি।

টেস্ট ম্যাচে এক ওভারে সর্বোচ্চ রান-

২৮- ব্রায়ান লারা, রবিন পিটারসনের বিপক্ষে
২৮- জর্জ বেইলি, জিমি অ্যান্ডারসনের বিপক্ষে
২৮- কেশব মহারাজ, জো রুটের বিপক্ষে (৪ রান আসে বাই সূত্রে)

২৭- শহীদ আফ্রিদি, হরভজন সিংয়ের বিপক্ষে

২৬- ক্রেইগ ম্যাকমিলান, ইউনুস খানের বিপক্ষে
২৬- ব্রায়ান লারা, দানিশ ক্যানেরিয়ার বিপক্ষে
২৬- মিচেল জনসন, পল হ্যারিসের বিপক্ষে
২৬- ব্রেন্ডন ম্যাককুলাম, সুরঙ্গা লাকমলের বিপক্ষে
২৬- হার্দিক পান্ডিয়া, মালিন্দা পুষ্পকুমারার বিপক্ষে।

৯৭ প্রতিবেদক

Read Previous

পাকিস্তানে খেলার অভিজ্ঞতা আছে শান্তদের

Read Next

যেমন গেলো টাইগারদের অনুশীলন ক্যাম্পের দ্বিতীয়দিন

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
8
Share