

তথ্য গোপনের অভিযোগে একবছরের নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান, নিরাপত্তা শঙ্কায় নিজের নাম সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। মুশফিক-সাকিবের মত অভিজ্ঞদের পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজে বেশ ভালো করেই মিস করার কথা বাংলাদেশের। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সেটা স্বীকার করলেও দলে সুযোগ পাওয়া তরুণদের বাজিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বলে এটা দেখছেন ইতিবাচকভাবে।
২৪ জানুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি। ২২ জানুয়ারি রাতে দেশ ছাড়ার কথা রয়েছে তামিম-রিয়াদদের। তার আগে আজ থেকে মিরপুরে শুরু হয়েছে তিন দিনের অনুশীলন ক্যাম্প। প্রথম দিনের অনুশীলনের ফাঁকে দলের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলতে গিয়ে ডোমিঙ্গো বলেন তার হাতে আছে বেশ ভালো বিকল্প যা অবশ্যই পরখ করে দেখার জন্য বড় সুযোগ।
মুশফিকের সাথে কথা হয়েছে উল্লেখ করে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘মুশফিকের সাথে আমার কথা হয়েছে। সে যাচ্ছে না এটা তার সিদ্ধান্ত আর তার সিদ্ধান্তকে আমাদের সম্মান করতে হবে। সে একটা পরিবারের সদস্য, তার পরিবারের জন্য এটি ভালো হবে যদি সে মনে করে সেটাকে আমদের সম্মান করতেই হবে।’
দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান সদ্য সমাপ্ত বিপিএলেও ছিলেন নিজের ছন্দে। ৪৯১ রান নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটসম্যানকে মিস করবে বলে জানান প্রধান কোচ, ‘সে অভিজ্ঞ একজন ক্রিকেটার। সম্ভবত বাংলাদেশের সেরা খেলোয়াড়। তার অভিজ্ঞতা আমরা অবশ্যই মিস করবো। দুর্দান্ত একটা মৌসুম গেল বিপিএলে, ভারত সফরেও ভালো করেছে।’
‘তবে এটা নতুনদের জন্য সুযোগ তার মত পারফরম্যান্স করে দেখানোর। একদিন মুশফিক খেলা ছেড়ে দিবে। আমাদের এমন খেলোয়ার পাওয়াটা নিশ্চিত করতে হবে যারা মুশফিকের মত পারফরম্যান্স করেতে পারবে।’
ব্যাটিং অর্ডার কেমন হবে?
স্কোয়াডে সুযোগ পাওয়া বেশিরভাগই ওপেনার। তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, আফিফ হোসেনরা বিপিএলে নিয়মিতই করেছেন ওপেন। ওপেন করে প্রায় সবাইই হয়েছেন বেশ সফল। তবে রাসেল ডোমিঙ্গো বলছেন মাত্র দুজন পাবেন ওপেন করার সুযোগ তাই বাকিদের মিডল অর্ডারে ব্যবহার করতে পারবেন অনায়াসেই। নিয়মিত ওপেনার সৌম্য বিপিএলেও ব্যাট করেছেন বিভিন্ন পজিশনে ফলে কম্বিনেশ তৈরিতে খুব একটা সমস্যা হবেনা বলে মনে করেন এই দক্ষিণ আফ্রিকান।
ডোমিঙ্গো বলেন, ‘আমাদের দেখতে হবে অন্যরা কেমন করে মিডল অর্ডারে। ভারত সফরে তিন নম্বরে ব্যাট করা সৌম্য সরকার ৬ নম্বরেও ব্যাট করতে পারবে। রিয়াদ সম্ভবত ৫ নম্বরে, আফিফ উঠে আসতে পারে ৩ বা ৪ নম্বরে। সুতরাং এভাবেই আমাদের দেখতে হবে। শান্ত ভালোভাবে টুর্নামেন্ট (বিপিএল) শেষ করেছে। ফলে বেশ ভালো বিকল্প আছে আমদের হাতে। আপনি কেবল দুজনকে দিয়ে ওপেন করাবেন বাকিরা আপনার মিডল অর্ডার ঘাটতি পূরণ করবে।’