
মূল ছবি কৃতজ্ঞতাঃ ডেইলি স্টার

এর আগে বিপিএলের পঞ্চম সংষ্করণে (২০১৭ সালে) এমন হয়েছিল। রংপুর রাইডার্সের ক্রিস গেইল হয়েছিলেন ম্যান অফ দ্যা ফাইনাল। আবার সেদফাতে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছিলেন ইউনিভার্স বস। গেইলের স্বদেশী আন্দ্রে রাসেল রাজশাহী রয়্যালসের হয়ে গড়লেন একই রকম কীর্তি। প্রথম বিদেশী অধিনায়ক হিসাবে বিপিএলে শিরোপা জেতা রাসেল গেইলের চেয়ে এগিয়ে থাকছেন অধিনায়কত্ব দিয়ে।
মূলত টুর্নামেন্ট সেরা বা ম্যাচ সেরার পুরষ্কার কে পাবেন তা নির্ধারণ করেন ব্রডকাস্টের সঙ্গে জড়িত ধারাভাষ্যকাররা। তারা মূলত রাজশাহীর চ্যাম্পিয়ন হবার পথে আন্দ্রে রাসেলের ভূমিকা ও ইমপ্যাক্টকে গুরুত্ব দিয়েছেন।
টুর্নামেন্টের শুরু থেকেই বোলার ব্যবহার নিয়ে কথা শুনতে হয়েছে রাজশাহী রয়্যালস দলপতি আন্দ্রে রাসেলকে। অনেক অলরাউন্ডারে ভরা রাজশাহী রয়্যালসের ৮-৯ জনকে বোলার হিসাবে ব্যবহার করেছেন রাসেল (১ ম্যাচে)।
দলের পক্ষে সর্বোচ্চ ১৪ টি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। সমান উইকেট আছে পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানেরও।
এছাড়া রাজশাহী রয়্যালসের হয়ে বঙ্গবন্ধু বিপিএলে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক রাসেল। দ্বিতীয় কোয়ালিফায়ারে বিধ্বংসী এক ইনিংসে বলা চলে একা হাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে দলের ফাইনাল নিশ্চিত করেন আন্দ্রে রাসেল। ফাইনালেও ব্যাট হাতে জীবন পাওয়া রাসেল অপরাজিত থাকেন শেষ অব্দি। ১১ ইনিংসে ব্যাট হাতে নিয়ে ৭ বারই রাসেল থেকেছেন নট আউট।
বঙ্গবন্ধু বিপিএলে ব্যাট হাতে আন্দ্রে রাসেল-
ম্যাচ- ১৩, ইনিংস- ১১
রান- ২২৫, সর্বোচ্চ- ৫৪*
ব্যাটিং গড়- ৫৬.২৫, স্ট্রাইক রেট- ১৮০.০০
৪- ১২টি, ৬- ২১ টি
বঙ্গবন্ধু বিপিএলে বল হাতে আন্দ্রে রাসেল-
ম্যাচ- ১৩, ইনিংস- ১২
উইকেট- ১৪, সেরা বোলিং ফিগার- ৪/৩৭
বোলিং গড়- ২৫.৬৪, ইকোনমি- ৮.৭৫
মেডেন- নেই, ম্যাচে ৪ উইকেট- ১ বার।