

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা আইসিসির কোড অফ কন্ডাক্ট ভেঙে শাস্তির মুখোমুখি হয়েছেন। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন রাবাদা। ক্রিকেটার ও ক্রিকেটারদের সংশ্লিষ্ট স্টাফদের জন্য থাকা আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল ১ ভঙ্গ করে শাস্তির সম্মুখিন হন রাবাদা। এই শাস্তিকে অমূলক বলে রায় দিচ্ছেন অনেকেই।
পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে গতকাল (বৃহস্পতিবার) ঘটা এক ঘটনার জেরে এই শাস্তি পেয়েছেন রাবাদা।
আইসিসি কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৫ ভেঙেছেন রাবাদা। যেখানে বলা আছে আন্তর্জাতিক কোন ম্যাচে উইকেট পাবার পর ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে এমন কোন কিছু করা বা বলা যাবে না যা ব্যাটসম্যানকে তাচ্ছিল্য করা বোঝায় বা ব্যাটসম্যানকে আগ্রাসী কিছু করতে বাধ্য করে।
জো রুটকে সাজঘরে ফিরিয়ে উদযাপনে এই কোড অফ কন্ডাক্টই ভঙ্গ করেন রাবাদা। দিনের খেলা শেষে রাবাদা নিজের অপরাধ স্বীকার করে নেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের আরোপ করা শাস্তি মেনে নেন। যেকারণে এই ঘটনায় কোন শুনানির দরকার পড়েনি।
২৪ মাস সময়ে কাগিসো রাবাদার নামের পাশে যোগ হলো ৪ ডিমেরিট পয়েন্ট। যেকারণে দক্ষিণ আফ্রিকার পরবর্তী টেস্টে খেলতে পারবেন না তিনি।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়ানডেতে একবার ও ২০১৮ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দুই দফা ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন রাবাদা।
অনফিল্ড আম্পায়ার রড টাকার ও ব্রুস অক্সেনফোর্ড, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন ও চতুর্থ আম্পায়ার আলাউইন পালেকার কাগিসো রাবাদার ওপর অভিযোগ আনেন। লেভেল এ ভঙ্গ করার সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক ভর্ৎসনা। এর সর্বোচ্চ শাস্তি ম্যাচফি’র ৫০ শতাংশ জরিমানা, সাথে ১ বা ২ ডিমেরিট পয়েন্ট।
Context .. 33 degree heat.. high humidity.. flat pitch … not given new ball .. gets England captain .. best ball of the day … shows a bit too much emotion. Result Wanderers test will be poorer for no Rabada .. ps I know he has previous !
— Nasser Hussain (@nassercricket) January 17, 2020
Rabada getting a 1 game ban for celebrating taking the Wicket of the opponents best player is absolutely bonkers … Over rates & slow play nothing gets done … Celebrate a wicked and you are banned … The World is bloody nuts … #SAvENG
— Michael Vaughan (@MichaelVaughan) January 17, 2020
Interesting fact – Rabada didn’t actually bowl a ball here, but just yelled at the off stump till it gave in. #SAvENG pic.twitter.com/YXuIUTlAqR
— Ben Jones (@benjonescricket) January 16, 2020
I know KG was close to Root, but so what? Is it now a punishable offence to be in a player’s bubble? He wasn’t even looking at Root, no words, swearing or otherwise, no looks. NOTHING! The ICC need to change this ridiculous rule #SAvENG #SScricket
— ThePoppingCrease (@PoppingCreaseSA) January 17, 2020
Just watching more video of that incident. Nothing wrong with it. Is Rabada expected to stop, walk off to one side so he’s not facing the batsman, and then scream into the pitch? #SAvEng
— Rick Eyre on cricket (@rickeyrecricket) January 17, 2020
Rabada got a demerit point (and therefore an automatic suspension) for this? #SAvEng https://t.co/s6sE0ix6JZ
— Rick Eyre on cricket (@rickeyrecricket) January 17, 2020
Quick to sanction KG yet they took days to charge Jos Buttler but that’s besides the point, I don’t think he celebrated directly towards Joe Root as far as I last saw. #SAvENG https://t.co/euBxMZ8sko
— Henry Dube (@HenryDube72) January 17, 2020
Is this worthy of a ban?
South Africa’s Kagiso Rabada will miss 4th Test after his celebration yesterday.
Maybe a tad harsh?
📹 @SkyCricket #SAvENG pic.twitter.com/c2Zn3Bvuui
— Marathonbet (@marathonbet) January 17, 2020