

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। স্কোয়াডে জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ।
আনক্যাপড আহসান আলি, আমাদ বাট ও হারিস রউফ জায়গা পেয়েছেন ১৫ সদস্যের স্কোয়াডে। এছাড়া অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিককে দলে রাখা হয়েছে। বাবর আজমের নেতৃত্বাধীন স্কোয়াডে আছেন শাহীন শাহ আফ্রিদিও।
নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান। সেই সিরিজে ১৬ সদস্যের স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন আসিফ আলি, ফখর জামান, হারিস সোহেল, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজ। ইমাম উল হক ও মোহাম্মদ ইরফান ছাড়া বাকি ৫ জন ছিলেন অক্টোবরে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ তে হারা সিরিজের স্কোয়াডেও।
ফয়সালাবাদে অক্টোবরে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ৫ ম্যাচে ১৩১ রান করেন ২৬ বছর বয়সী আহসান আলি, স্ট্রাইক রেট ছিল ১৫০ এর কাছাকাছি। ২০১৯ পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) ১৩০ এর বেশি স্ট্রাইক রেটে ১৭৮ রান করেন আহসান আলি, সেযাত্রায় খেলেছিলেন কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে।
২৪ বছর বয়সী আমাদ বাট ১৭০ স্ট্রাইক রেটে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে করেন ৮০ রান। সাথে ওভারপ্রতি ৭.৬২ রান দিয়ে নিয়েছেন ১০ উইকেট।
এদিকে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে মাঠ মাতাতে থাকা ২৬ বছর বয়সী হারিস রউফকে সুযোগ দেওয়া হয়েছে। ১৬ উইকেট নিয়ে এই গতি তারকা বিগ ব্যাশ লিগের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াডঃ
বাবর আজম (অধিনায়ক), আহসান আলি, আমাদ বাট, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুসা খান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান কাদির।
বাংলাদেশের পাকিস্তান সফরের সূচিঃ
১ম ভাগে-
২৪ জানুয়ারি- ১ম টি-টোয়েন্টি, লাহোর
২৫ জানুয়ারি- ২য় টি-টোয়েন্টি, লাহোর
২৭ জানুয়ারি- ৩য় টি-টোয়েন্টি, লাহোর
২য় ভাগে-
৭-১১ ফেব্রুয়ারি- ১ম টেস্ট, রাউলাপিন্ডি
৩য় ভাগে-
৩ এপ্রিল- একমাত্র ওয়ানডে, করাচি
৫-৯ এপ্রিল- ২য় টেস্ট, করাচি