

এবারের বিপিএলে সাফল্য পাচ্ছেন রাজশাহী রয়্যালসের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। ধারাবাহিকভাবে রান করে সাফল্য পেতে বেশ কিছু পরিবর্তন এনেছেন লিটন। নিজের ব্যাটিং, কৌশল সবকিছুতেই বদল এনেছেন। রান করতে জোরাজুরি করছেন না, লিটনকে করতেও হচ্ছে না।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৮ বলে ৭৫ রান করে জিয়াউর রহমানের বলে এলবিডব্লিউ হন লিটন দাস। যখন আউট হন দলের জিততে দরকারছিল বলের চেয়ে কম রান। তাই আফসোস আছে আছে কিনা জানতে চাইলে লিটন হ্যা সূচক উত্তর দেন।
‘আফসোস তো অবশ্যই থাকবে। আপনি দেখেন আমি যখন আউট হয়েছি তখন অনেক রান কম লাগতো বলের চেয়ে। নট আউট থাকলে খুব ভালো হতো।’
View this post on Instagram
Career best for Litton Das in T20s. #BPLT20 #BBPLT20 #BangabandhuBPL #BBPL #bplseason7 #CCvRR #RRvCC
লিটন ধারাবাহিক নন- এমন কথা বলেন অনেকেই। কথাটা খুব যে একটা মিথ্যে নয় তা মানবেন লিটন নিজেও। তবে চলমান বঙ্গবন্ধু বিপিএলে দেখা মিলছে ধারাবাহিক লিটন দাসের। ধারাবাহিক লিটনের রহস্য জানতে চাওয়া হয় লিটনের কাছে।
লিটন বলেন, ‘এবার ভালো হচ্ছে কারণ ম্যাচিউরিটি লেভেল। গত তিন-চার বছর যেভাবে বিপিএল খেলেছি, মারলে মারতেই থাকতাম, আমি সব ধরনের শট খেলতে পারি তাই সব ধরনের শট খেলতে চাই। আমার মনে হয় এই বিপিএলটায় অনেক শট আমি কমিয়ে দিয়েছি। আপনি যদি দেখেন আগের দুই-তিন বছরের বিপিএল। আমি ১৫ বলে ৩০ করতাম কিন্তু আউট হয়ে যেতাম। এই বিপিএলে দেখবেন আমার প্রায় ম্যাচেই ১৫ বলে ১৭/১৩ রান। ওই জায়গাটায় আমি একটু নরমাল ক্রিকেট খেলেছি। পাওয়ার প্লে তে সব সময় বোলাররা পিছিয়ে থাকে। আমি যদি একটা চার মেরে দেই তাহলে বোলাররা পরবর্তী বোলার করার আগে চিন্তা করে। এখানে একটা বাজে বল করার চান্স থাকে। এখানে নিজেকে পরিবর্তন করেছি। সব ধরনের শট খেলা যাবে না, বেছে বেছে শট খেলতে হবে।’
তবুও লিটনের স্ট্রাইক রেট ১৪০ বা এর কাছাকাছি। এর ব্যাখ্যা দিতে যেয়ে এই ওপেনিং ব্যাটসম্যান বললেন বোলাররা ব্যাকফুটে চলে যাচ্ছে এক বাউন্ডারিতেই!
‘আমি তো আপনাকে বললামই বোলারকে একটা চার মারার পর সে ব্যাকফুটে থাকে। পরের বলটাও বাজে করে ফেলছে। আমার খুব একটা জোরাজুরি করতে হচ্ছে না। ওরাই আমাকে রান করার উপায় করে দিচ্ছে।’
ব্যাটিংয়ে বেশ কিছু পরিবরতন এনেছেন লিটন দাস। সাফল্য আনতে নিজে অনেক কাজ করছেন। তবুও তৃপ্ত নন লিটন, পারফেকশন চান আরো।
‘আমার ব্যাটিংয়ে একটু পরিবর্তন এসেছে। আগে আমি এভাবে ব্যাটিং করতাম না। আমি নিজের সঙ্গে অনেক কাজ করেছি, সেই কাজের কারণে আমার ফুট মুভমেন্টটা একটু পরিবর্তন হয়েছে। ফুট মুভমেন্ট না মূলত আমার মাথায় পজিশনটা একটু পরিবর্তন হয়েছে। শেষ দুই তিনটা ম্যাচেও আমি খেয়াল করেছি আমার মাথা নড়ে যাচ্ছে, এটা যেন না নড়ে এটা নিয়ে কাজ করছি।’